পদ্মা-মেঘনায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে পাঙ্গাস
Published: 28th, October 2025 GMT
২২ দিনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষে পদ্মা ও মেঘনা নদীতে জেলেদের জালে ইলিশ ধরা না পড়লেও বড় বড় পাঙ্গাস মাছ মিলছে। চাঁদপুরের মতলবের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবীর মোট ৭০ কিলোমিটার পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় এ সব পাঙ্গাস ধরা পড়ছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে জেলে ও আড়ত মালিকদের সঙ্গে কথা বলে এ সব তথ্য জানা যায়। শনিবার (২৫ অক্টোবর) মধ্য রাতে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়।
আরো পড়ুন:
মোহনা থেকে ইলিশ নিয়ে ফিরছেন উপকূলের জেলেরা
ইলিশে সয়লাব চাঁদপুরের বাজার, দাম আকাশচুম্বী
চাঁদপুর বড়স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্র ইলিশের জন্য পরিচিত হলেও এবার সেই স্থান দখলে নিয়েছে পদ্মা নদীর বড় বড় পাঙ্গাস। জেলেরা নদীতে কাঙ্ক্ষিত বড় ইলিশ না পেলেও ঝাঁকে ঝাঁকে ধরছেন বড় আকারের নদীর পাঙ্গাস। কোনো কোনো জেলের নৌকা থেকে দিনে ৪০-৪৫টি পর্যন্ত পাঙ্গাস ঘাটে নামাতে দেখা গেছে।
জেলেরা বলছেন, বড় ইলিশ না পেয়ে এখন পাঙ্গাস বিক্রি করে ট্রলারের তেলসহ অন্যান্য খরচ উঠাতে হচ্ছে।
চাঁদপুরের পুরানবাজারের জেলে কাদির বলেন, ‘‘ঘণ্টার পর ঘণ্টা জাল ফেলেও নদীতে আমরা ইলিশ পাচ্ছি না। ছোট ছোট কিছু জাটকা পাচ্ছি। যা দিয়ে তেল খরচও উঠছে না। কীভাবে সংসার চালাব তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। তবে পাঙ্গাস মাছ পাওয়ায় এখনো পর্যন্ত কিছুটা স্বস্তিতে রয়েছি।’’
চাঁদপুর মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, ‘‘এখানে ১৫ কেজি ওজনের বড় পাঙ্গাসও পাওয়া যাচ্ছে। এসব পাঙ্গাস ৬৫০ থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতিদিন গড়ে ১০০ মণ পাঙ্গাস বিক্রির টার্গেট করছি। পদ্মার পাঙ্গাস সুস্বাদু হওয়ায় এর চাহিদা রয়েছে।’’
জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, ‘‘নিষেধাজ্ঞাকালীন অভিযান সফল বলেই নদীতে ইলিশের পাশাপাশি বড় বড় পাঙ্গাসসহ নানা প্রজাতির মাছ বেড়েছে। তবে বড় ইলিশ না পাওয়া নিয়ে জেলেদের হতাশ হওয়ার কারণ নেই। সামনে বড় বড় ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।’’
চাঁদপুরের সাবেক ইলিশ গবেষক ড.
ঢাকা/জয়/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর বড় বড় প ঙ গ স
এছাড়াও পড়ুন:
চরাঞ্চলে মাষকলাই চাষ
২ / ৮বাড়ন্ত মাষকলাইয়ের গাছ