নটর ডেম বিশ্ববিদ্যালয়ে ‘ক্রিটিক্যাল ইনসাইটস’-এর চতুর্থ সংখ্যা প্রকাশ
Published: 28th, October 2025 GMT
নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (এনডিইউবি) ইংরেজি বিভাগ থেকে প্রকাশিত গবেষণাধর্মী সাময়িকী ‘ক্রিটিক্যাল ইনসাইটস’-এর চতুর্থ সংখ্যা বের হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এর মোড়ক উন্মোচন করা হয়।
প্রতিবছর শরৎকালে প্রকাশিত হয় এই সাময়িকী। এতে ইংরেজি সাহিত্য, ভাষাতত্ত্ব, ইংরেজি ভাষা শিক্ষা, সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক মৌলিক গবেষণা নিবন্ধ প্রকাশ করা হয়। সর্বশেষ সংখ্যায় দেশি ও বিদেশি বিশিষ্ট গবেষকদের প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা এই সাময়িকীর ক্রমবর্ধমান একাডেমিক মর্যাদার প্রতিফলন।
অনুষ্ঠানে সাময়িকীর সম্পাদক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক গোলাম সারওয়ার চৌধুরী গবেষক ও পাঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি আরো বিস্তৃত পাঠকগোষ্ঠীর কাছে পৌঁছানোর লক্ষ্যে সাময়িকীকে অনলাইনে প্রকাশের পরিকল্পনার কথা জানান।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সাময়িকীর উপদেষ্টা ফাদার চার্লস বি গর্ডন আশা প্রকাশ করেন যে, ‘ক্রিটিক্যাল ইনসাইটস‘ শিগগিরই আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণাপত্রে পরিণত হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষকদের জন্য মূল্যবান উৎস হিসেবে কাজ করবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সাময়িকীর প্রকাশক ব্রাদার সুবল লরেন্স রোজারিও একাডেমিক গবেষণাকে সমাজ পরিবর্তন ও জ্ঞানচর্চার প্রসারের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, গবেষণার উদ্দেশ্য শুধু বিশ্ববিদ্যালয়ের সীমায় আবদ্ধ থাকা নয়; বরং সমাজের সার্বিক উন্নয়ন ও মানবিক বোধের বিকাশে অবদান রাখা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী সম্পাদক সামি হোসেন চিশতি, সম্পাদকীয় বোর্ডের সদস্য দিলীপ কুমার সরকার এবং ইংরেজি বিভাগের শিক্ষক তাসনিয়া ইসলাম।
২০২২ সালে যাত্রা শুরুর পর থেকে ‘ক্রিটিক্যাল ইনসাইটস‘ নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে, যা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ ও গবেষণাধর্মী চর্চার ধারাবাহিকতার বহিঃপ্রকাশ।
ঢাকা/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ
কলকাতায় বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই বিশ্বতারকা—‘বলিউড বাদশা’ শাহরুখ খান আর ফুটবল তারকা লিওনেল মেসি। দুজনের করমর্দন ও একসঙ্গে ছবি তোলার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে—ফুটবল কিংবদন্তিকে সামনে পেয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত ছিল সে।
বর্তমানে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’–এর অংশ হিসেবে ভারতে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বাড়তি চমক—মেসির সঙ্গে সাক্ষাৎ হয় শাহরুখ খানের।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাহরুখ প্রথমে করমর্দন করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে। এরপর এগিয়ে যান মেসির দিকে। দুজন হাত মেলান, কথা বলেন আর ছবি তোলেন। সেই সময় মেসি আলাদাভাবে ছবি তোলেন আব্রামের সঙ্গেও। পুরো অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় সাদা টি-শার্টের ওপর হলুদ কার্ডিগানে—চিরচেনা স্টাইলিশ লুকে।
মেসি, সুয়ারেজ, শাহরুখ ও আব্রাম। এক্স থেকে