দিল্লির আকাশে কৃত্রিম মেঘ, অপেক্ষা বৃষ্টির
Published: 28th, October 2025 GMT
না কমানো গেল বাজির ব্যবহার, না বোঝানো গেল ভারতের পাঞ্জাব–হরিয়ানা–পশ্চিম উত্তর প্রদেশের কৃষকদের। খেতে উৎপাদিত ফসলের গোড়া জ্বালানো বন্ধ করা গেল না। ফলে হেমন্তের শুরু থেকে রাজধানী দিল্লির ভয়ংকর দূষণের মোকাবিলায় শেষ পর্যন্ত কৃত্রিম বৃষ্টির আয়োজন করেছে দিল্লির বিজেপি সরকার।
আজ মঙ্গলবার দিল্লির বিস্তীর্ণ এলাকায় দফায় দফায় ‘ক্লাউড সিডিং’ বা মেঘ বোনা হয়েছে। শুরু হয়েছে বৃষ্টির প্রতীক্ষা। আজ মঙ্গল ও আগামীকাল বুধবার সেই মাহেন্দ্রক্ষণ, দিল্লিজুড়ে বৃষ্টির।
কৃত্রিম বৃষ্টির এই দায়িত্ব নিয়েছে উত্তর প্রদেশের কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি)। মঙ্গলবার দুপুরে কানপুর থেকে দিল্লি উড়ে আসে বিশেষভাবে ডিজাইন করা সেসনা উড়োজাহাজ। দিল্লির বুরারি, উত্তর করোলবাগ, ভোজপুর, ময়ুর বিহার ও সড়কপুর এলাকার আকাশে উড়ে উড়ে মেঘের মধ্যে মেশানো হয় ‘সিলভার আয়োডাইড’ ও ‘সোডিয়াম ক্লোরাইড’–এর মতো রাসায়নিক। এই রাসায়নিক মেঘে মিশে বৃষ্টিকণা তৈরিতে সাহায্য করে। আশা, সেই বৃষ্টিই ঝরতে ঝরতে কমিয়ে দেবে বাতাসের দূষণ।
দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা গণমাধ্যমকে বলেন, কিছুটা কৃত্রিম বৃষ্টি হলেও বাতাসের দূষণমাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে। এভাবে তিন–চারবার ‘ক্লাউড সিডিং’ বা মেঘ তৈরি করা হবে বিভিন্ন জায়গায়। সেই মেঘ ঝরে স্থানীয়ভাবে যে বৃষ্টি হবে, তাতে সেই অঞ্চলের দূষণ কমবে।
কৃত্রিম বৃষ্টির জন্য দিল্লির আকাশে মেঘ বুনতে ব্যবহার করা হচ্ছে চেসনা বিমান। মিরাট থেকে এই বিমান দিল্লির আকাশে উড়ে এসেছে। ২৮ অক্টোবর ২০২৫, নয়াদিল্লি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চরাঞ্চলে মাষকলাই চাষ
২ / ৮বাড়ন্ত মাষকলাইয়ের গাছ