আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ঢাবির দুই সমঝোতা স্মারক স্বাক্ষর
Published: 28th, October 2025 GMT
আন্তর্জাতিক সহযোগিতা, ভাষা শিক্ষা ও সামাজিক উদ্ভাবনের ক্ষেত্রকে আরো সমৃদ্ধ করতে নতুন দুটি চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
মঙ্গলবার (২৮ অক্টোবর) জাপানের কাজুকো ভুইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এবং ইরানের আরভ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড এর সঙ্গে পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বিশ্ববিদ্যালয় তার একাডেমিক উৎকর্ষ, গবেষণা এবং সামাজিক উন্নয়ন কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে।
আরো পড়ুন:
ঢাবিতে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, গণতান্ত্রিক ছাত্র জোটের ৫ দাবি
স্তন ক্যান্সার নিয়ে ডাকসুর দিনব্যাপী সচেতনতা কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগে জাপানি ভাষা শিক্ষার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় এবং কাজুকো ভুইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.
এই চুক্তির আওতায় কাজুকো ভুইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিবছর জাপানি ভাষার ‘জেএসপিটি এন৪ আই এন৫’ পর্যায়ের বিশেষ ক্লাস পরিচালনার জন্য আর্থিক সহায়তা প্রদান করবে। প্রাথমিকভাবে অনুদানের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৩২০ টাকা। কার্যক্রম সন্তোষজনকভাবে চললে এটি প্রতি বছর ধারাবাহিকভাবে চালু থাকবে।
অনুদানের অর্থের ৫ শতাংশ জাপানি ভাষা বিভাগে এবং ৬ শতাংশ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় তহবিলে জমা হবে। অবশিষ্ট অর্থ এই কর্মসূচির সঙ্গে যুক্ত শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীদের মধ্যে বণ্টন করা হবে।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইরানভিত্তিক প্রতিষ্ঠান আরভ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের মধ্যে সামাজিক ব্যবসা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আরভ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বোর্ড সদস্য শোকুফেহ মেশকাটি।
সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান সামাজিক ব্যবসা বিষয়ে যৌথ গবেষণা, প্রশিক্ষণ, কর্মশালা, একাডেমিক উপকরণ বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মসূচি গ্রহণে একসঙ্গে কাজ করবে। এছাড়া সামাজিক ব্যবসার নীতি ও পদ্ধতি নিয়ে পারস্পরিক শেখা ও উদ্ভাবনী মডেল উন্নয়নের ক্ষেত্রেও সহযোগিতা করবে।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, জাপানিজ স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. লোপামুদ্রা মালেক, জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত রেজিস্টার মুনসী শামস উদ্দিন আহমেদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সমঝোতা স্মারক স্বাক্ষরের পর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বদা আন্তর্জাতিক সহযোগিতা ও জ্ঞান-বিনিময়ের জন্য উন্মুক্ত। ইরান ও জাপানের প্রতিষ্ঠানের সঙ্গে এই দুটি সমঝোতা বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন ও সামাজিক উন্নয়ন কার্যক্রমকে আরো শক্তিশালী করবে। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে একাডেমিক উৎকর্ষ ও টেকসই উন্নয়নের পথ প্রশস্ত করবে।”
ঢাকা/সৌরভ/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক সহয গ ত সমঝ ত ন নয়ন ব যবস
এছাড়াও পড়ুন:
ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ
কলকাতায় বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই বিশ্বতারকা—‘বলিউড বাদশা’ শাহরুখ খান আর ফুটবল তারকা লিওনেল মেসি। দুজনের করমর্দন ও একসঙ্গে ছবি তোলার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে—ফুটবল কিংবদন্তিকে সামনে পেয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত ছিল সে।
বর্তমানে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’–এর অংশ হিসেবে ভারতে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বাড়তি চমক—মেসির সঙ্গে সাক্ষাৎ হয় শাহরুখ খানের।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাহরুখ প্রথমে করমর্দন করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে। এরপর এগিয়ে যান মেসির দিকে। দুজন হাত মেলান, কথা বলেন আর ছবি তোলেন। সেই সময় মেসি আলাদাভাবে ছবি তোলেন আব্রামের সঙ্গেও। পুরো অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় সাদা টি-শার্টের ওপর হলুদ কার্ডিগানে—চিরচেনা স্টাইলিশ লুকে।
মেসি, সুয়ারেজ, শাহরুখ ও আব্রাম। এক্স থেকে