সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল
Published: 28th, October 2025 GMT
সোনারগাঁয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠা সন্ত্রাসের প্রতিবাদে ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চল এলাকার বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে দলীয় নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসহাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকার।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড.
এসময় আরও বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি আসাদুল ইসলাম আসাদ মোল্লা, জামায়াত নেতা ইবরাহীম, খোরশেদ দেওয়ান প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীতে লগি-বৈঠা সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে নিরীহ মানুষ হত্যা করেছে, তার বিচার এখনো হয়নি। এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া জাতির জন্য কলঙ্ক।
বিক্ষোভ শেষে একটি মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শেষ হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ইসল ম
এছাড়াও পড়ুন:
না’গঞ্জে অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার নির্দেশ
নারায়ণগঞ্জে বায়ুদূষন রোধকল্পে ইটভাটার মালিক ও অংশীজনদের সাথে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ইটভাটার মালিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ সভার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী পরিচালক জনাব মো. রাসেল মাহামুদ ও পরির্দশ জনাব মো. হুজ্জাতুল ইসলাম।
ইটভাটার মালিকদের মধ্যে বক্তব্য প্রদান করেন জনাব মো. আবু সাঈদ, জনাব আব্দুল লতিফ, জনাব মো. হাবিবুর রহমান প্রমুখ।