সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইডিয়ালের শিক্ষার্থীদের সড়ক থেকে সরাল পুলিশ
Published: 28th, October 2025 GMT
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ ঘিরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অপ্রীতিকর ঘটনা এড়াতে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়। এ সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সরে যেতে না চাইলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়।
পুলিশের ভাষ্য, ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দুই দিন ধরে উত্তেজনা চলছিল। আজ দুপুর সাড়ে ১২টার দিকে দুই কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি এলাকার সড়কে নেমে আসেন। পুলিশ তাঁদের সরে যেতে বললেও তাঁরা সড়ক ছেড়ে যেতে চাননি। পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (ডিসি) জিসানুল হক প্রথম আলোকে বলেন, গত রোববার আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিরোধে জড়িয়েছিল। ওই ঘটনার জেরে আজ দুই কলেজের কিছু শিক্ষার্থী সড়কে নেমেছিলেন। পরে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে।
ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ধরনের বিরোধ তৈরি হচ্ছে। অল্প কিছু শিক্ষার্থী এই উত্তেজনা ছড়ায়। তাঁদের চিহ্নিত করা হচ্ছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কল জ র শ ক ষ র থ স উন ড গ র ন ড
এছাড়াও পড়ুন:
ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ
কলকাতায় বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই বিশ্বতারকা—‘বলিউড বাদশা’ শাহরুখ খান আর ফুটবল তারকা লিওনেল মেসি। দুজনের করমর্দন ও একসঙ্গে ছবি তোলার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে—ফুটবল কিংবদন্তিকে সামনে পেয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত ছিল সে।
বর্তমানে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’–এর অংশ হিসেবে ভারতে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বাড়তি চমক—মেসির সঙ্গে সাক্ষাৎ হয় শাহরুখ খানের।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাহরুখ প্রথমে করমর্দন করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে। এরপর এগিয়ে যান মেসির দিকে। দুজন হাত মেলান, কথা বলেন আর ছবি তোলেন। সেই সময় মেসি আলাদাভাবে ছবি তোলেন আব্রামের সঙ্গেও। পুরো অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় সাদা টি-শার্টের ওপর হলুদ কার্ডিগানে—চিরচেনা স্টাইলিশ লুকে।
মেসি, সুয়ারেজ, শাহরুখ ও আব্রাম। এক্স থেকে