দেড় যুগ পর চান্দু স্টেডিয়ামে দর্শকের জোয়ার
Published: 28th, October 2025 GMT
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের যুব ওয়ানডে সিরিজের ম্যাচ দেখতে দীর্ঘদিন পর দর্শক জোয়ারে ভেসেছে শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারি। তবে ফ্লাডলাইট সচল না থাকায় আলোক স্বল্পতার কারণে খেলা শেষ হতে পারেনি।
ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের যুবারা ম্যাচটা ৫ রানে জিতলেও ম্যাচের শেষটা দেখার রোমাঞ্চ থেকে তাই বঞ্চিতই হয়েছেন বলা যায় বগুড়ার দর্শকেরা। এই জয়ে ৫ ম্যাচের যুব ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল।
কালাম সিদ্দিকীর হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নতুন গান, নতুন ভিডিও, নতুন ফারিয়া
বিনোদন অঙ্গনে নুসরাত ফারিয়ার শুরুটা হয় বেলাল খানের গাওয়া একটি গানের মডেল হিসেবে। এরপর অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে আসেন আলোচনায়। একটা সময় টেলিভিশন নাটক হয়ে সিনেমায় অভিনয় শুরু করেন। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় তাঁর যাত্রাটা সবার চোখে পড়ে। একটা পর্যায়ে এসে সিনেমার অভিনয়কে পুঁজি করে গান প্রকাশেও মনোযোগী হন ফারিয়া।
অভিনয় আর সংগীত—দুই অঙ্গনেই নিজেকে আলোচনায় রাখেন তিনি। কিছুদিনের বিরতির পর নতুন গান নিয়ে আবারও ফিরছেন এই তারকা। ইতিমধ্যেই তিনি ফুয়াদ আল মুক্তাদির, সঞ্জয়সহ কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে কাজ শেষ করেছেন। বলছেন, এবার শ্রোতাদের উপহার দিতে চান ভিন্নধর্মী ও উন্নতমানের গানের ভিডিও।
নুসরাত ফারিয়া