গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মোহাম্মদ মোহেববুল্লাহ মিয়াজীকে পঞ্চগড় থেকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক হিন্দুধর্মীয় সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি তোলার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে দেশব্যাপী পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে সংখ্যালঘু ঐক্যমোর্চা।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংখ্যালঘু ঐক্যমোর্চা এ অভিযোগ করেছে। একই সঙ্গে এ অপপ্রচারের কারণে সংখ্যালঘু জনমনে উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রদায়িক বৈষম্য সৃষ্টিকারী অশুভ মহল বাংলাদেশকে সংখ্যালঘুশূন্য করার জন্য ভয়ংকর রূপে সাধারণ ধর্মপ্রাণ জনগণের মধ্যে মিথ্যা গুজব ছড়িয়ে ও প্রচারণা চালিয়ে উসকানি দিয়ে চলেছে। সাম্প্রদায়িক এসব জঘন্য অশুভ তৎপরতা সরকার ও প্রশাসনের নাকের ডগায় হলেও তারা রহস্যজনক নীরবতা পালন করে চলেছে এবং বেশির ভাগ সময়ে ঘটনাসমূহকে অস্বীকার করছে।’

এ অবস্থায় অনতিবিলম্বে সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে দেশব্যাপী সহিংসতা বন্ধ, হিন্দুদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার এবং ইসকনের বিরুদ্ধে মিথ্যাচার বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে ঐক্যমোর্চা।

একই সঙ্গে সারা দেশের সর্বস্তরের গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, মানবিক জনগণ, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতাদের সাম্প্রদায়িক শক্তির চলমান মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সংখ্যালঘু ঐক্যমোর্চার মধ্যে রয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন), মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট (প্রভাষ-পলাশ), বাংলাদেশ সনাতন পার্টিসহ বিভিন্ন সংখ্যালঘু সংগঠন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘শেখ হাসিনার কাঠামোয় নির্বাচন হলে জনগণ মেনে নেবে না’

শেখ হাসিনার রেখে যাওয়া কাঠামোয় যদি নির্বাচন হয়, সেই নির্বাচন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে শরীয়তপুর সদর উপজেলার কোটাপাড়া মোড়ে গণসংযোগকালে এ মন্তব্য করেন তিনি।

মাওলানা জালালুদ্দীন বলেন, “জুলাই সনদের আইনিভিত্তি প্রতিষ্ঠা না হলে দেশে আবারো ফ্যাসিবাদ ফিরে আসবে। এই মুহূর্তে ইসলামী দলগুলোর ঐক্যের চেয়ে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠায়। ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য এটি আমাদের জন্য একটা রাজনৈতিক দলিল।” 

তিনি বলেন, “আমাদের স্পষ্ট দাবি, রাষ্ট্রের বিশেষ একটি আদেশের মাধ্যমে এটি কার্যকর শুরু হবে এবং নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করে এই আইনি ভিত্তির চূড়ান্ত রূপ দিতে হবে।”

খেলাফত মজলিসের মহাসচিব বলেন, “আমরা আটটি ইসলামী দল এই একটি দাবিতে আন্দোলন করছি। আমাদের মূল লক্ষ্য, জুলাই সনদের আইনি ভিত্তি। এরপর জাতীয় নির্বাচন এবং জোট গঠন প্রসঙ্গ।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ে তিনি বলেন, “বর্তমানে বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে, আগুন সন্ত্রাস হচ্ছে। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের চক্রান্ত এটি। এ বিষয়ে পুলিশ প্রশাসনের আরো সক্রিয় হওয়া দরকার। কারণ, এ অবস্থা থাকলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না।”

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলার সভাপতি মাওলানা সাব্বির আহমেদ উসমানী, সাধারণ সম্পাদক ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ দবির উদ্দিন শেখসহ জেলা ও উপজেলার সব ইউনিটের নেতারা।

ঢাকা/সাইফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ১০৪৭৪ টাকা
  • বিএনপি–জামায়াত বোঝাপড়ার ভিত্তিতে নির্বাচন করতে চাচ্ছে, দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর
  • আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হচ্ছে বৃহষ্পতিবার
  • তাইওয়ানের রোল মডে ইসরায়েল: প্রেসিডেন্ট লাই চিং
  • ৪র্থ এলএফবি লিডারশিপ এক্সিলেন্স সামিট ২০২৫ আয়োজিত হচ্ছে নভেম্বরে
  • ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচাল জনগণ মানবে না: ফারুক
  • উন্নয়নের বয়ান ও মেগা প্রকল্পের রাজনীতি
  • ‘শেখ হাসিনার কাঠামোয় নির্বাচন হলে জনগণ মেনে নেবে না’
  • ক্যানসার রোগীদের সহায়তা দিতে নতুন সংগঠনের যাত্রা শুরু