জোটের নির্বাচনে পুরনো নিয়ম বহাল রাখতে চায় বিএনপি
Published: 29th, October 2025 GMT
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাবে আপত্তি জানিয়েছে বিএনপি। দলটি বলছে, জোটভিত্তিক নির্বাচনে প্রতীক ব্যবহারের ক্ষেত্রে আগের বিধানই বজায় রাখা উচিত।
বুধবার (২৮ অক্টোবর) আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে এ সংক্রান্ত একটি চিঠি জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সচিবালয়ে চিঠি হস্তান্তরের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি জানান, আরপিওর ২০ ধারায় সম্প্রতি যে সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে—কোনো নিবন্ধিত রাজনৈতিক দল জোটে অংশ নিলেও তাকে নিজের প্রতীকে নির্বাচন করতে হবে। অথচ আগে জোটভুক্ত দল চাইলে নিজেদের প্রতীক বা জোটের প্রধান দলের প্রতীক—দুইয়ের যেকোনোটিতে অংশ নিতে পারত।
সালাহউদ্দিন বলেন, “আইনের অন্যান্য বেশিরভাগ সংশোধনী আমরা সমর্থন করেছি—যেমন ‘না ভোট’ পুনর্বহাল, প্রার্থীর জামানত বাড়ানো, অনিয়মের ক্ষেত্রে ইসির ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি। কিন্তু এই নির্দিষ্ট বিধানটির সঙ্গে আমরা একমত নই।”
তিনি আরও জানান, আইন মন্ত্রণালয়ে আইনটি পাঠানোর সময় উপদেষ্টার সঙ্গে তার আলোচনা হয়েছিল। তখন আশ্বাস দেওয়া হয়েছিল বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।কিন্তু শেষ পর্যন্ত অধ্যাদেশটি অনুমোদনের সময় আমাদের প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়নি।
বিএনপি নেতা জানান, জোটভিত্তিক দলের প্রতীক বেছে নেওয়ার স্বাধীনতা বজায় থাকলে বহুদলীয় গণতন্ত্র শক্তিশালী হবে। ছোট ছোট দলগুলোরও সংসদে প্রতিনিধিত্ব থাকা দরকার, তাতে জাতীয় সংসদ আরও বৈচিত্র্যময় ও প্রতিনিধিত্বশীল হবে, যোগ করেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, সরকার ও নির্বাচন কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করবে এবং আগের বিধানটি বহাল রাখবে।
ঢাকা/এএএম/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কলমাকান্দায় ৩৯ বোতল বিদেশি মদ উদ্ধার
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের গলাছড়া এলাকা থেকে এই মাদক উদ্ধার করা হয়।
নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
উখিয়ায় ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার
অভয়নগরে নারী মাদক কারবারি আটক
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবির খারনৈ বিওপির টহল দল অভিযান পরিচালনা করে। তারা সীমান্ত পিলার ১১৭৭/৫-এস থেকে আনুমানিক ৩০০ গজ ভেতরে গলাছড়া এলাকায় পড়ে থাকা ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করেন। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা কার্যালয়ে হস্তান্তর করা হবে।
ঢাকা/ইবাদ/মাসুদ