কাজ খুঁজি না, চাই কাজ আমাকে খুঁজে নিক: মৌসুমী হামিদ
Published: 11th, December 2025 GMT
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত নতুন চলচ্চিত্র ‘ট্রাইব্যুনাল’। নারী নির্যাতন, ন্যায়বিচারের লড়াই ও বিচারব্যবস্থার জটিল বাস্তবতা উঠে আসবে ছবিটিতে। ইতিমধ্যে প্রায় ৭৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। নির্মাতা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছবিতে অভিনয় করেছে মৌসুমী হামিদ।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনেমার আদ্যোপান্ত তুলে ধরেন নির্মাতা। ২০১১ সালে চট্টগ্রামে ঘটে যাওয়া এক হৃদয়বিদারক ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে ‘ট্রাইব্যুনাল’—এক নারীকে কেরোসিন ছিটিয়ে নির্মমভাবে পুড়িয়ে হত্যার ঘটনায় তোলপাড় হয়েছিল সারা দেশ।
সেই ঘটনার সামাজিক, রাজনৈতিক ও মানবিক মাত্রা বিচারেই তৈরি হয়েছে ছবির গল্প। নির্মাতার ভাষায়, এটি শুধু একটি সিনেমা নয়, বরং একটি সময়ের দলিল; যেখানে দেখা যাবে মার্ডার কোর্টরুম ড্রামার টানটান উত্তেজনা।
মৌসুমী হামিদ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৭ পুলিশ সুপারকে বদলি
পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির সিদ্ধান্ত জানানো হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন: পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, যিনি নতুনভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দায়িত্ব নেবেন। পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মোছা. লিজা বেগম, যিনি ডিএমপিতে পদায়ন পাচ্ছেন। সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ, নতুনভাবে ডিএমপিতে স্থানান্তরিত হবেন। এসবির পুলিশ সুপার মো. মাহমুদুল কবীরও ডিএমপিতে বদলি হয়েছেন। এসবির পুলিশ সুপার মো. আসলাম উদ্দিন ডিএমপিতে দায়িত্বভার গ্রহণ করবেন। এপিবিএনের পুলিশ সুপার খালেদা বেগম নতুনভাবে ডিএমপিতে পদায়ন পেয়েছেন। তিন নম্বর পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামানকে চট্টগ্রামের সিটি মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।
এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
ঢাকা/এএএম//