বাংলাদেশের নির্বাচনের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে
Published: 11th, December 2025 GMT
বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের খবর শিরোনাম হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে। বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণার পরপর সংবাদমাধ্যমগুলোর শিরোনামে চলে আসে বাংলাদেশ।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, গণতান্ত্রিক শাসন পুনরুদ্ধার, রপ্তানিমুখী পোশাক শিল্পের ক্ষতির পর অর্থনীতি পুনরুজ্জীবিত করা, নয়াদিল্লির হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে তিক্ত হয়ে পড়া বিশাল প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করা - দুর্নীতি মোকাবেলা করা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন টাইমস শিরোনাম করেছে, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে।’
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিউবিউনের শিরোনাম ছিল, ‘বাংলাদেশের জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি।
অধিকাংশ ভারতীয় সংবাদমাধ্যমগুলোর শিরোনাম ছিল একই। টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে শিরোনাম করেছে-‘শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশে প্রথমবারের মতো ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।’
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নবাগত সদর ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়
নারায়ণগঞ্জ সদর উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সদর উপজেলা ও থানা পর্যায়ের পিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দরা মাদক, জলাবদ্ধতা, সন্ত্রাস নির্মালসহ বিভিন্ন তথ্য তুলে ধরেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, সাংবাদিক সমাজের আয়না। তারা সমাজের সকল তথ্য তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। এই সংবাদের ভিওিত্বে দেশ পরিচালিত হয়ে থাকে।
তিনি বলেন প্রশাসন এবং মিডিয়া একে অপরের পরিপূরক আপনারা উপজেলা প্রশাসনকে সহযোগিতা করবেন আমরা সকল সমস্যা সমাধান করে একটি মাদক, সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করবো।
এসময় বক্তব্য রাখেন, যায়যায়দিন পএিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, ৭১ টিভির জেলা প্রতিনিধি হাবিবুর রহমান, নয়াদিগন্ত পএিকার ফতুল্লা প্রতিনিধি নিয়াজ মোহাম্মদ মাসুম, দৈনিক সংবাদ চর্চার নির্বাহী সম্পাদক আব্দুর রহিম, আমার দেশ ফতুল্লা প্রতিনিধি কবিরুল ইসলাম, জাগো নারায়ণগঞ্জ সম্পাদক সহিদুল্লাহ রাসেল, সাংবাদিক সেলিম মুন্সি, ডান্ডিবার্তার সাংবাদিক মাসুদ আলী প্রমূখ।