ছবি: টিভি থেকে নেওয়া
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তেঁতুলিয়ায় তাবলিগে এসে পাকিস্তানি নাগরিকের মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাবলিগ জামাতে এসে আব্দুল মান্নান (৫৩) নামে এক পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পুরাতন মসজিদে তিনি মারা যান।
পুলিশ ও তাবলিগের সাথীরা জানান, ইসলামের দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য বাংলাবান্ধা পুরাতন জামে মসজিদে জামাতের সঙ্গে অবস্থান করছিলেন পাকিস্তানি এই নাগরিক। বুধবার রাতে খাওয়া শেষে বুকে ব্যথা অনুভব করলে তাবলিগের অন্য সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আব্দুল মান্নানকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়ার তাবলিগের সাথী আব্দুল লতিফ বলেন, ‘‘আব্দুল মান্নানের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার মরদেহ পাকিস্তানে পাঠানোর প্রক্রিয়া চলছে।’’
তেঁতুলিয়া মডেল থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, ‘‘এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’’
ঢাকা/নাঈম/রাজীব