কুবির ভাষা-সাহিত্য পরিষদের নেতৃত্বে এমদাদ ও নাজমুল
Published: 11th, December 2025 GMT
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন ‘ভাষা-সাহিত্য পরিষদে’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন স্নাতকোত্তর ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এমদাদুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্নাতক ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাছান।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.
কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন—যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হোসেন, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদা খানম ঊর্মিলা, ক্রীড়া সম্পাদক মো. রকিবুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক মো. নাঈম ইসলাম, প্রচার সম্পাদক অমি দেব এবং সহ-প্রচার সম্পাদক: মো. আনোয়ার হোসেন।
এছাড়া, বিভাগের ছয়টি শিক্ষাবর্ষ থেকে ছয়জন শ্রেণি প্রতিনিধি কার্যকরী পরিষদে অন্তর্ভুক্ত থাকবেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুল হাছান বলেন, “ভাষা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। এই দায়িত্ব আমাকে বিভাগের প্রতি আরো দায়বদ্ধ করেছে। বিভাগের সকল কর্মকাণ্ডে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করব।”
তিনি আরো বলেন, “বিভাগীয় কর্মসূচি, সাংস্কৃতিক আয়োজন, সাহিত্যচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে বিভাগকে আরো সুপরিচিত ও মর্যাদাপূর্ণ করতে কাজ করে যাব।”
নবনির্বাচিত সহ-সভাপতি এমদাদুল হক বলেন, “নবগঠিত কমিটির সবাইকে নিয়ে সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করব। শিক্ষার্থীদের দাবি ও সমস্যাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব। সহশিক্ষা কার্যক্রমে জোর দেব, যাতে শিক্ষার্থীদের মননশীলতার বিকাশ ঘটে।”
তিনি আরো বলেন, “বাংলা বিভাগ মানেই সৃজনশীলতা ও ভাষা–সাহিত্যচর্চার কেন্দ্র। তাই, বিভিন্ন অনুষ্ঠানে নতুনত্ব ও ভিন্ন আঙ্গিক আনাই আমাদের লক্ষ্য।”
কোনো পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় কমিটির সদস্যরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ঢাকা/এমদাদুল/জান্নাত
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কম ট র এমদ দ
এছাড়াও পড়ুন:
ভিভোর সঙ্গে এক কিটেই পেশাদার ফটোগ্রাফি
এত দিন টেলিফটো ফটোগ্রাফি মানেই ছিল দামি ডিএসএলআর ক্যামেরা, অত্যাধুনিক লেন্স ও ভারী সরঞ্জাম। সেই ধারণা বদলে দিচ্ছে স্মার্টফোন নির্মাতা ভিভো। অপটিকস প্রস্তুতকারক জাইসের সঙ্গে যৌথভাবে তারা নিয়ে এসেছে ভিভো এক্স৩০০ প্রো ও জাইস ২.৩৫ এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট। জাইসের সহযোগিতায় তৈরি এই কিট ফোনের ক্যামেরার জুম ক্ষমতা বাড়ায় ২০০ গুণ পর্যন্ত।
ভিভো এক্স৩০০ প্রোতে আছে ২০০ মেগাপিক্সেল জাইস এপিও টেলিফটো ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল জাইস গিম্বল-গ্রেড ক্যামেরা, যা দূরের বিষয় জুম করলেও ছবি থাকে স্থির ও পরিষ্কার। জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট যুক্ত হলে ফোনটিতে পাওয়া যায় ২০০ মিমি টেলিফটো রেঞ্জ। ফলে দূরের দৃশ্য, স্টেজ শো বা চলমান মুহূর্তকে আরও স্পষ্টভাবে ফ্রেমবন্দী করে। এ ছাড়া এক্স৩০০ প্রো-এর ২০০ মেগাপিক্সেল ক্যামেরার এইচপিবি সেন্সরকে পুরোপুরি কাজে লাগিয়ে এই এক্সটেন্ডার কিট উচ্চ রেজল্যুশনের ছবি নিশ্চিত করে।
এক্সটেন্ডার কিটটির ওজন মাত্র ২১০ গ্রাম হওয়ায় এটি একদম হালকা ও সহজে বহনযোগ্য। এটি দিয়ে ন্যূনতম ১ মিটার ফোকাস দূরত্বে কাছের বস্তু থেকেও সূক্ষ্ম ডিটেইল ধারণ করা যায়। ফটোগ্রাফিতে ব্যক্তিগত স্টাইল যোগ করে পেশাদার কাজকে নতুন মাত্রা দেবে জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট। দেশের বাজারে জাইস টেলিফটো এক্সটেন্ডার কিটের দাম ২৮ হাজার ৯৯৯ টাকা আর এক্স৩০০ প্রো ফোনের দাম ১ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা।