বন্দরে এজমালি রাস্তায় চলাফেরা করতে বিঘ্ন সৃষ্টি, থানায় অভিযোগ
Published: 11th, December 2025 GMT
আদালতে মামলা ও থানায় অভিযোগ দায়েরের জের ধরে এজমালি রাস্তায় চলাফেরা বিঘ্ন সৃষ্টি ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
এ ব্যাপারে ভূক্তভোগী শাহীন মিয়া বাদী হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টিকারি নাজমুল ও মোক্তার হোসেনের বিরুদ্ধে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা স্কুলরোড এলাকায় এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানার সোনাকান্দা স্কুলরোড এলাকার মৃত দেলোয়ার হোসেন মিয়ার ছেলে শাহীন মিয়ার পৈত্রিক সম্পত্তি সর্বমোট ২০ শতাংশ জায়গা রয়েছে।
উল্লেখিত সম্পত্তি এজমালি রাস্তার ৪ ফুট উত্তর ও দক্ষিনে প্রতিপক্ষ একই এলাকার মৃত তোছাদ্দেক হোসেনের ২ ছেলে নাজমুল হোসেন ও মোক্তার হোসেন জোর পূর্বক ভাবে দক্ষিন দিকে এজমালি অংশের শেষ দিকে রাস্তা দখল করে রাখেছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ জজ আদালতে ৩৯(১২)১৮ নং মামলা দায়ের করি। বর্তমানে মামলাটি আদালতে চলমান রয়েছে।
উল্লেখিত ২ ভাই মামলা প্রত্যাহারের জন্য দীর্ঘ দিন ধরে মামলার বাদীকে প্রান নাশের হুমকি দিয়ে আসছিল। এ ছাড়াও উল্লেখিত বিবাদীগন এজমালি ৪ ফুট রাস্তার উপর দিয়ে পাইপ স্থাপন করার অপচেষ্টা চালায়। এ ব্যাপারে শাহীন মিয়া বাদী বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
থানায় অভিযোগ দায়ের ও রাস্তা ব্যবহারের সূত্র ধরে গত শনিবার দুপুরে প্রতিপক্ষ নাজমুল ও মোক্তার হোসেনসহ অজ্ঞাত নামা ২/৩ জন অভিযোগের বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারমুখি আচরনসহ প্রান নাশের হুমকি প্রদান করে।
এ ব্যাপারে অভিযোগের বাদী শাহীন মিয়া গণমাধ্যমকে আরো জানান, প্রতিপক্ষ নাজমুল সে নিজে তার পালিত ৫/৬টি হাঁসকে বিষপ্রয়োগ করে হত্যা করে এর দায় আমার ছেলের উপর চাপিয়ে দেওয়া অপচেষ্টা চালিয়ে আসছে।
এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী শাহীন মিয়াসহ তার পরিবার।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
তফসিলকে স্বাগত, উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা ইসলামী আন্দোলনের
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি প্রত্যাশা করে, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ, ক্রেডিবল ও উৎসবমুখর নির্বাচন জাতিকে উপহার দেবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানিয়ে এক ভিডিও বার্তায় এ কথা বলেন।
আরো পড়ুন:
অসত্য তথ্য ছড়ানোও শাস্তিযোগ্য অপরাধ: সিইসি
তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
তিনি বলেন, “জনগণের প্রত্যাশামাফিক ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের যে তফসিল ঘোষিত হয়েছে তাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রাথমিকভাবে স্বাগত জানায়।”
আতাউর রহমান বলেন, “নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ, ক্রেডিবল ও উৎসবমুখর নির্বাচন জাতিকে উপহার দেবে বলে আমরা প্রত্যাশা করি। জুলাই গণঅভ্যুত্থানের অংশীদার আটটি দলের দাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের যে চ্যালেঞ্জ তারা নিয়েছেন সেই চ্যালেঞ্জে তারা সফল হন; সেই প্রত্যাশা করি। সেজন্য আমরা সহায়তা করব ইনশাআল্লাহ।”
গাজী আতাউর রহমান বলেন, “আমরা আশা করেছিলাম সরকার ও নির্বাচন কমিশন আন্দোলনরত আট দলের দাবি মেনে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করবে এবং জাতীয় ভোটের আগে গণভোট আয়োজন করবে। আমাদেন সেই দাবি উপেক্ষিত হলো। তথাপিও জাতির বৃহত্তর স্বার্থে আমরা একে স্বাগত জানাচ্ছি।”
“মাঠ প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে।মাঠ প্রশাসনের বিন্যাসে এবং কার্যক্রমে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। কোন দলের প্রতি কোন ধরনের আনুকূল্যে দেখানোর সুযোগ নাই।”
আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে বলেও জরুরি মনে করেন তিনি।
দলটির যুগ্ম মহাসচিব বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ আট দলের সাথে আন্দোলনরত আছে। আমরা আমাদের দলীয় পরিসরে এবং আট দলের ভেতরে আলোচনা করে বিস্তারিত প্রতিক্রিয়া জানাব। তবে প্রাথমিকভাবে আমরা এই তফসিলকে স্বাগত জানাচ্ছি।”
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ