তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে রংপুরে ‘ক্যারিয়ার হাব’ চালু করেছে ব্র্যাক। মেটলাইফ ফাউন্ডেশনের অংশীদারত্বে গড়ে ওঠা এ ওয়ান-স্টপ প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় তরুণদের চাকরি প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা ও দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

ব্র্যাক জানায়, ক্যারিয়ার হাবের মাধ্যমে ক্যারিয়ার কাউন্সেলিং, চাকরির প্রস্তুতিমূলক প্রশিক্ষণ, জলবায়ু সচেতনতা বাড়াতে শিক্ষা এবং নিয়োগদাতাদের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপনে সহায়তা দেওয়া হবে। উদ্যোগটির মাধ্যমে সরাসরি ৩ হাজার তরুণ-তরুণী উপকৃত হবেন বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

এ প্রকল্পটি বাস্তবায়ন করছে ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি), যার লক্ষ্য তরুণদের দক্ষতা উন্নয়নকে তাদের ক্যারিয়ার লক্ষ্যের সঙ্গে যুক্ত করা। ব্র্যাক বলছে, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থানীয় নিয়োগদাতাদের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে শিক্ষা ও শ্রমবাজারের মধ্যকার সক্ষমতার ব্যবধান কমিয়ে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে টেকসই ভূমিকা রাখবে এই হাব।

মেটলাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দেশের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির ক্ষেত্রে এ অংশীদারত্ব গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও প্রতিষ্ঠানটি উল্লেখ করে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

১২ ফেব্রুয়ারি বাংলাদেশ একটি সুন্দর নির্বাচন দেখতে যাচ্ছে: পাটওয়ারী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আজকে সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। তারা ইলেকশনের তফসিল ঘোষণা করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ একটি সুন্দর নির্বাচন দেখতে যাচ্ছে। 

এ সময় তিনি সরকার এবং নির্বাচন কমিশনের নির্বাচন নিয়ে সদিচ্ছা রয়েছে কিন্তু নিরপেক্ষতা এবং সক্ষমতার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন।  

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘‘নারায়ণগঞ্জে আমাদের তিনজনকে ছুরিকাঘাত করা হয়েছে। ঢাকায় এনসিপির নিউজ করার জন্য একজন সাংবাদিককে মারধর করা হয়েছে। বিভিন্ন জায়গায় আরো অস্ত্রের ঝনঝনানি আমরা শুনতে পাচ্ছি। আমরা এই ইলেকশনে সুষ্ঠু নির্বাচনের জন্য পেশিশক্তি, টাকার প্রভাব, গডফাদার যে সংস্কৃতি আমাদের অতীতে নির্বাচনে রয়েছে, সেই সংস্কৃতি কতটুকু বন্ধ করতে পারবে সে বিষয়ে নির্বাচন কমিশনের উপর আমাদের যথেষ্ট সন্দেহজনক অবস্থান রয়েছে। নির্বাচন কমিশন দলীয় প্রভাবের বাহিরে গিয়ে কতটুকু নিরপেক্ষ হতে পারবে সে বিষয়ে আমাদের সন্দেহের জায়গা রয়েছে।’’

নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, ‘‘বর্তমান যে পরিস্থিতি রয়েছে, লটারির মাধ্যমে এএসপি, ডিসি নিয়োগ করা হচ্ছে। সেটা জাতীর সামনে সুস্পষ্ট করা হয় নাই। কাদের নিয়োগ করা হচ্ছে এটা অসচ্ছ প্রক্রিয়ার মধ্যে করা হচ্ছে এবং সরকার গণভোটের যে প্রশ্নবোধক চিহ্নগুলো রেখেছিল, সে বিষয়ে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলাম। আমরা এ পর্যন্ত কোন সুস্পষ্ট ব্যাখ্যা পাইনি।’’

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘‘আইন শৃঙ্খলায় আমরা যথেষ্ট সক্ষমতার পরিচয় দেখতে পাচ্ছি না। বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে, তাদের একটি পুনর্গঠনের কথা কিন্তু আমরা বলে আসছি। তারা অনেক উদ্যোগ নিয়েছে প্রবাসী ভোটাধিকারের বিষয়ে, আমরা সেগুলোকে স্বাগত জানাচ্ছি। কিন্তু তারা তাদের কর্মের পরিচয় দেখাতে হবে।’’

ঢাকা/রায়হান//

সম্পর্কিত নিবন্ধ