বগুড়া‌র গাবতল‌ী‌তে দুর্বৃ‌ত্তের ছু‌রিকাঘ‌া‌তে শা‌কিল (২৫) না‌মের এক বেদে যুবক নিহত হ‌য়ে‌ছেন। এ সময় এক নারীসহ দুজন আহত হ‌য়েছেন।  

বৃহস্প‌তিবার (১১ ডিসেম্বর) সকা‌লে গাবতল‌ী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের বেদে পল্লিতে এ হামলা হয়। 

পু‌লিশ ও বে‌দে পল্লির বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোররা‌তে রা‌শেদ না‌মের এক স্থানীয় যুবক পল্লি‌তে গি‌য়ে বে‌দে‌দের ঘ‌রের প‌লি‌থিন কাটার চেষ্টা কর‌ছি‌লেন। বে‌দে পল্লির লোকজন তা‌কে ধ‌রে আট‌কে রা‌খে। সকা‌লে ওই যুবকের স্বজন‌রা সেখা‌নে গি‌য়ে হামলা চা‌লি‌য়ে তা‌কে ছা‌ড়ি‌য়ে আনার চেষ্টা ক‌রে। এ সময় বে‌দে পল্লির লোকজন বাধা দি‌লে তা‌দেরকে ছু‌রিকাঘাত করা হয়। এতে তিনজন আহত হন। স্থানীয়রা আহত‌দের উদ্ধার ক‌রে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল ক‌লেজ হাসপাতা‌লে নেন। পথে শা‌কি‌লের মৃত্যু হয়। 

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান ব‌লেছেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বে‌দে পল্লির লোকজন বিশু না‌মের এক যুব‌কের মা ও বোন‌কে আটকে রে‌খে‌ছি‌লেন। তা‌দেরকে আমরা থানা হেফাজ‌তে নি‌য়ে‌ছি। তা‌দের জিজ্ঞাসাবাদ চল‌ছে। হত্যার সঙ্গে জ‌ড়িতদের গ্রেপ্তা‌রের চেষ্টা চল‌ছে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়‌নি। 

ঢাকা/এনাম/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পল ল র

এছাড়াও পড়ুন:

ভিভোর সঙ্গে এক কিটেই পেশাদার ফটোগ্রাফি

এত দিন টেলিফটো ফটোগ্রাফি মানেই ছিল দামি ডিএসএলআর ক্যামেরা, অত্যাধুনিক লেন্স ও ভারী সরঞ্জাম। সেই ধারণা বদলে দিচ্ছে স্মার্টফোন নির্মাতা ভিভো। অপটিকস প্রস্তুতকারক জাইসের সঙ্গে যৌথভাবে তারা নিয়ে এসেছে ভিভো এক্স৩০০ প্রো ও জাইস ২.৩৫ এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট। জাইসের সহযোগিতায় তৈরি এই কিট ফোনের ক্যামেরার জুম ক্ষমতা বাড়ায় ২০০ গুণ পর্যন্ত।

ভিভো এক্স৩০০ প্রোতে আছে ২০০ মেগাপিক্সেল জাইস এপিও টেলিফটো ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল জাইস গিম্বল-গ্রেড ক্যামেরা, যা দূরের বিষয় জুম করলেও ছবি থাকে স্থির ও পরিষ্কার। জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট যুক্ত হলে ফোনটিতে পাওয়া যায় ২০০ মিমি টেলিফটো রেঞ্জ। ফলে দূরের দৃশ্য, স্টেজ শো বা চলমান মুহূর্তকে আরও স্পষ্টভাবে ফ্রেমবন্দী করে। এ ছাড়া এক্স৩০০ প্রো-এর ২০০ মেগাপিক্সেল ক্যামেরার এইচপিবি সেন্সরকে পুরোপুরি কাজে লাগিয়ে এই এক্সটেন্ডার কিট উচ্চ রেজল্যুশনের ছবি নিশ্চিত করে।

এক্সটেন্ডার কিটটির ওজন মাত্র ২১০ গ্রাম হওয়ায় এটি একদম হালকা ও সহজে বহনযোগ্য। এটি দিয়ে ন্যূনতম ১ মিটার ফোকাস দূরত্বে কাছের বস্তু থেকেও সূক্ষ্ম ডিটেইল ধারণ করা যায়। ফটোগ্রাফিতে ব্যক্তিগত স্টাইল যোগ করে পেশাদার কাজকে নতুন মাত্রা দেবে জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট। দেশের বাজারে জাইস টেলিফটো এক্সটেন্ডার কিটের দাম ২৮ হাজার ৯৯৯ টাকা আর এক্স৩০০ প্রো ফোনের দাম ১ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা।

সম্পর্কিত নিবন্ধ