দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের পর তাদের দায়িত্বে থাকা মন্ত্রণালয়গুলো পুনর্বণ্টন করেছে সরকার।

আসিফ মাহমুদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মাহফুজ আলমের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে।

আরো পড়ুন:

মাহফুজ-আসিফের পদত্যাগ কার্যকর তফসিল ঘোষণার পর

মাহফুজ–আসিফের মঙ্গল কামনা প্রধান উপদেষ্টার

উপদেষ্টা আসিফ নজরুল, আদিলুর রহমান এবং সৈয়দা রিজওয়ানা হাসান তাদের পূর্ববর্তী দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে এসব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) পদত্যাগ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া, সমবায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এবং মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন।

নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দুই উপদেষ্টার পদত্যাগ কার্যকর করা হয়।

ঢাকা/আসাদ/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন উপদ ষ ট পদত য গ সরক র

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের নির্বাচনের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে

বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের খবর শিরোনাম হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে। বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণার পরপর সংবাদমাধ্যমগুলোর শিরোনামে চলে আসে বাংলাদেশ।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, গণতান্ত্রিক শাসন পুনরুদ্ধার, রপ্তানিমুখী পোশাক শিল্পের ক্ষতির পর অর্থনীতি পুনরুজ্জীবিত করা, নয়াদিল্লির হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে তিক্ত হয়ে পড়া বিশাল প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করা - দুর্নীতি মোকাবেলা করা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন টাইমস শিরোনাম করেছে, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে।’

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিউবিউনের শিরোনাম ছিল, ‘বাংলাদেশের জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি।

অধিকাংশ ভারতীয় সংবাদমাধ্যমগুলোর শিরোনাম ছিল একই। টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে শিরোনাম করেছে-‘শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশে প্রথমবারের মতো ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ