খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফতুল্লায় বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া
Published: 27th, November 2025 GMT
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় ফতুল্লা থানা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ফতুল্লা চৌধুরী বাড়ী এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, তাতিদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন,“বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর অসুস্থতায় দেশবাসী উদ্বিগ্ন। আমরা সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি—তিনি যেন সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসেন।”
তারা আরো বলেন দীর্ঘ ১৭ বছর ফতুল্লা থানা বিএনপি,ছাত্রদল, যুবদল,শ্রমিকদল, তাতিদল,স্বেচ্ছাসেবক দল,কৃষকদল আমরা সকলেই একসাথে রাজপথে ছিলাম। আজো আছি। আমরা কোন ভাইয়ের রাজনীতি করিনা।
দল যাকে নমিনেশন দিবে আমরা তার পক্ষেই নির্বাচন করবো। তারা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারের দাবী জানিয়ে বলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী ফতুল্লার সবচাইতে জনপ্রিয় নেতা।
তার জনপ্রিয়তা ভয় পেয়ে এক কুচক্রী মহল ষড়যন্ত্র শির্ষ নেতাদের ভুল বুঝিয়ে তাকে দল থেকে বহিষ্কার করিয়েছে। তারা দলীয় শির্ষ নেতাদের প্রতি আহবান জানান রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কার প্রত্যাহারের।
পরে খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন শিকদার, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,যুগ্ম আহবায়ক এস,কে, শাহিন,ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু,ফতুল্লা থানা কৃষক দলের আহবায়ক জুয়েল আরমান, সদস্য সচিব মোঃ ইব্রাহিম,শ্রমিক দলের সদস্য সচিব আলআমিন শাহ,ফতুল্লা থানা তাতি দলের আহবায়ক ইউনুস মাস্টার,সদস্য সচিব ইমন,থানা বিএনপির সহ প্রচার সম্পাদক মিলন ঢালি সহ ফতুল্লা থানার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র স গঠন র
এছাড়াও পড়ুন:
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৪০৪২ প্রার্থী
৪৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল আজ বৃহস্পতিবার রাতে প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৪ হাজার ৪২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগে সুপারিশ করা হয়েছে।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) আজ রাতে এক বিজ্ঞপ্তি ফলাফল প্রকাশ করেছে। ফলাফল পিএসসির ওয়েবসাইটে মিলবে।
৪৬তম বিসিএসে ৩ হাজার ১৪০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে সহকারী সার্জন পদে ১ হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি পদ শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডারে ৯২০ জন নিয়োগ পাবেন।
এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, পরিবার পরিকল্পনায় ৪৯, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জনকে নেওয়া হবে।
আরও পড়ুন৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, স্বাস্থ্য ৬৫০, প্রশাসনে ২০০, ক্যাডার ও নন–ক্যাডারে শূন্য পদ ২১৫০২৬ নভেম্বর ২০২৫এদিকে গতকাল ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ১ হাজার ৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগে সুপারিশ করেছে পিএসসি। একইদিন রাতে ৫০তম বিসিএসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিসিএসে স্বাস্থ্য ৬৫০, প্রশাসনে ২০০ জনসহ ক্যাডার ও নন–ক্যাডারে মিলে ২ হাজার ১৫০ জন নিয়োগ পাবেন।
আরও পড়ুনহার্ভার্ড–অক্সফোর্ডসহ বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্রি অনলাইন কোর্স, যেভাবে আবেদন১২ ঘণ্টা আগে