2025-05-01@10:17:28 GMT
إجمالي نتائج البحث: 101

«গণপ ট ন র ঘটন»:

(اخبار جدید در صفحه یک)
    নাটোরের নলডাঙ্গায় চোর সন্দেহে গণপিটুনিতে মান্নান নামের এক জন নিহত হয়েছেন। রবিবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার কাসোবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মান্নান উপজেলার বড়সিংড়া এলাকার মৃত আইনুদ্দিনের ছেলে। নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ১টার দিকে মান্নানসহ কয়েকজন স্থানীয় একটি পুকুর পাড়ে যান। এ সময় পাহারাদার চিৎকার করলে এলাকাবাসী তাদের ধাওয়া দেন। সবাই পালিয়ে গেলেও ধরা পড়েন মান্নান, পরে তাকে গণপিটুনি দেওয়া হয়। আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ সোহরাব আলী সম্রাট বলেন, ‘‘মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল।’’ ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ...