ঢাকার উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে ফুটওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উত্তরা হাউজ বিল্ডিং বি এন এস সেন্টারের সামনের ফুটওভার ব্রিজের ওপর ঘটনাটি ঘটে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

হাফিজুর রহমান বলেন, ‍“ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে মারধরের পর তাদের উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন- নাজিম ও বকুল। তাদের কুয়েত মতী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সুস্থ আছেন।”

আরো পড়ুন:

বিয়েতে গান বাজানোয় প্রতিবেশীর মারধরে বরের চাচা নিহত

মাদক সেবনে নিষেধ করায় ২ যুবককে মারধর

এদিকে, ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়। সেখানে দেখা যায়, কয়েকজন লোক এক ব্যক্তিকে উপরে তুলছে। এ সময় ওই ব্যক্তির পায়ে দড়ি বাঁধা দেখা যায়। পরে তাকে ফুটওভার ব্রিজের লোহার পিলারের সঙ্গে উল্টো করে বাঁধেন হলুদ রঙের টি-শার্ট পরা এক যুবক।

ঢাকা/এমআর/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম রধর ছ নত ই আহত

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ