ফরিদপুরে শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক ব্যবসায়ীকে (৫৮) তাঁর দোকানে ঘেরাও করে রাখেন এলাকাবাসী। একপর্যায়ে উত্তেজিত হয়ে তাঁরা ওই ব্যবসায়ীকে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিঅ্যান্ডবি ঘাট এলাকায় নদীবন্দরে দীর্ঘদিন ধরে কার্গো ও ডর্ক ইয়ার্ডের ব্যবসা করে আসছেন অভিযুক্ত ওই ব্যবসায়ী। গতকাল বিকেলে সিঅ্যান্ডবি–সংলগ্ন এলাকায় ১০-১১ বছরের দুটি শিশুকে ডেকে নিয়ে নিজের মুঠোফোনে অশ্লীল ভিডিও দেখান ওই ব্যবসায়ী। এ সময় তিনি শিশুদের শরীরের বিভিন্ন স্থানে হাত দেন।

পরে বাড়িতে গিয়ে শিশু দুটি তাদের পরিবারের সদস্যদের কাছে ওই ঘটনার কথা জানায়। রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা ও এলাকাবাসী ওই ব্যবসায়ীর তেলের দোকানে অবরুদ্ধ করে রাখেন। এ সময় উত্তেজিত জনতা ওই ব্যবসায়ীকে পিটুনি দেন। খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ওই ব্যবসায়ীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

আসাদউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনীর সহায়তায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা সেখানে যাওয়ার আগেই উত্তেজিত জনতা তাঁকে মারধর করেন। এতে তিনি কিছুটা আহত হয়েছেন। শিশু দুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র সদস

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ