বন্দরে ৩ ডাকাতকে রিমান্ড শেষে আদালতে প্রেরণ
Published: 16th, January 2025 GMT
বন্দরে ট্রাকসহ কোটি টাকা মূল্যের কানেকন্টর ডাকাতি মামলায় গ্রেপ্তারকৃত ৩ ডাকাতকে ১ দিনে রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে পুনরায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। গত বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে মামলার তদন্তকারি কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আদালত থেকে রিমান্ডে আনে।
রিমান্ডপ্রাপ্ত ডাকাতরা হলো বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের রামনগর এলাকার ফারুক মিয়ার ছেলে রুবেল (৩৮) একই এলাকার আব্দুল সাত্তার মিয়ার ছেলে আসলাম (৪০) ও ধামগড় ইউনিয়নের মনারবাড়ী এলাকার মৃত আলী হোসেন মিয়ার ছেলে আসলাম (৩৩)
এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর রাতে মদনপুর-মদনগঞ্জ সড়কের বন্দরের তালতাল এলাকায় এ ডাকাতির ঘটনাটি ঘটে। এ ঘটনায় আশুলিয়া গ্রীন ডাইনেস্টি লিমিটেড’র ব্যবস্থাপক মোসলেম আলী বাদী বন্দর থানায় মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ৯(১)২৫ ধারা- ৩৯৫/ ৩৯৭ পেনাল কোড।
মোসলেম আলী জানান, ঢাকার আশুলিয়া কবিরপুর এলাকায় অবস্থিত গ্রীন ডাইনেস্টি লিমিটেড নামের তাদের এক ফ্যাক্টরি থেকে গত বুধবার রাতে ৪ লাখ ৭৫ হাজার পিছ কানেকন্টর নিয়ে একটি ট্রাক বন্দরের লক্ষনখোলা এলাকায় অবস্থিত ডিজেডিসি চায়না ব্যাটারী ফ্যাক্টরির উদ্দেশে রওনা হয়।
বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে মদনপুর- মদনগঞ্জ সড়কের ইস্পাহানি তালতলা এলাকায় ট্রাকটি এলে ১২/১৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ট্রাকের গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে চালক হেলপারকে মারধর করে কানেকন্টর ভর্তি ট্রাক ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, ডাকাতি মামলার তদন্তকারি কর্মকর্তা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া ট্রাকসহ আংশিক মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। ৩ ডাকাতকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এল ক য়
এছাড়াও পড়ুন:
যারা ছোট পর্দায় কাজ করি, সবারই লক্ষ্য থাকে বড় পর্দা: জোভান
ফারহান আহমেদ জোভান