ছেলেকে ভালো খেলা দেখাতে পেরে খুশি তামিম
Published: 17th, January 2025 GMT
ক’দিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিক অবসর বলেছেন তামিম ইকবাল। সামাজিক মাধ্যমে দেওয়া অবসর বার্তায় তামিম জানিয়েছিলেন, তার ছেলে খুব করে চেয়েছিল বাবা আবার জাতীয় দলের জার্সিতে খেলুক। কিন্তু তামিম নিজের মনের কথা শুনেছেন। ‘বাবার অবসরের কারণ বড় হলে বুঝতে পারবা’, ছেলেকে দিয়েছেন এমন বার্তা।
বৃহস্পতিবার চট্টগ্রামে পর্বে তামিমের খেলা দেখতে এসেছিল তার ছেলে আরহাম ইকবাল খান। ঢাকা থেকে খেলা দেখতে আসা ছেলেকে ভালো একটা ইনিংস দেখাতে পেরে ও তার দল জয় পাওয়ায় খুশি বলে ম্যাচ শেষে জানান দেশ সেরা ওপেনার তামিম।
তিনি বলেন, ‘ছেলে কথা বলতেছে তা তো আমি দেখিনি। কিন্তু এটা জানি ও ঢাকা থেকে আসছে খেলা দেখার জন্য। ও যেটা দেখতে চেয়েছিল, একটা ভালো খেলা দেখতে পেরেছে এজন্য হ্যাপি।’
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তামিমের দল বরিশাল এদিন ৮ উইকেটে জিতেছে। ঢাকা ১৩৯ রানে অলআউট হয়। জবাবে তামিমরা ১৬ ওভারে রান তুলে ফেলে। তামিম ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন। দলের খেলা নিয়ে তিনি বলেন, ‘আরেকটু দ্রুত খেলা দরকার ছিল। আমাদের হাতে উইকেট ছিল, ১৪ ওভারের মধ্যে যদি শেষ করতে পারতাম। আমার কাছে মনে হয় এই একটা ট্রিক আমরা মিস করেছি।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল ত ম ম ইকব ল
এছাড়াও পড়ুন:
২ কোটি রুপি বেতন কমতে পারে রোহিত–কোহলির, ২ কোটি রুপি বাড়তে পারে গিলের
বিসিসিআইয়ের শীর্ষ পরিষদের বার্ষিক সাধারণ বৈঠক (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২২ জানুয়ারি। সেখানে বিরাট কোহলি ও রোহিত শর্মার কেন্দ্রীয় চুক্তির বিষয়টি আলোচনায় উঠবে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম।
ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ৩২তম এজিএম অনলাইনে অনুষ্ঠিত হবে। সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা কোহলি ও রোহিতের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। দেশটির বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, নতুন কেন্দ্রীয় চুক্তিতে এক ধাপ নিচে নামানো হতে পারে কোহলি ও রোহিতকে। দুই কিংবদন্তিই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে এখন শুধু ওয়ানডে খেলছেন।
বিসিসিআইয়ের ২০২৪-২৫ চক্রের (১ অক্টোবর ২০২৪ থেকে ২০ সেপ্টেম্বর ২০২৫) কেন্দ্রীয় চুক্তিতে যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজার সঙ্গে এ প্লাস ক্যাটাগরিতে ছিলেন কোহলি ও রোহিত। ভারতকে গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর এই সংস্করণ থেকে অবসর নেন দুই কিংবদন্তি। গত মে মাসে টেস্ট ক্রিকেটও ছাড়েন তাঁরা।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী কেন্দ্রীয় চুক্তির চক্রেও কোহলি ও রোহিতকে আগের মতোই এ প্লাস ক্যাটাগরিতে রাখা হবে, নাকি এ ক্যাটাগরিতে নামিয়ে আনা হবে—তা এখনো পরিষ্কার নয়। গত মৌসুমে তাঁদের এ প্লাস ক্যাটাগরিতে রাখা হয়েছিল টেস্ট দলে অংশগ্রহণের ভিত্তিতে করা অতীতের পারফরম্যান্স মূল্যায়ন করে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ ব্যাট করেন কোহলি ও রোহিত