বলিউডরে তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের বিচ্ছেদ নিয়ে প্রায় এক বছর ধরে জল্পনার শেষ নেই। এর মাঝখানে কেমন রয়েছে তাদের একমাত্র কন্যা আরাধ্যা? কীভাবে তার দেখাশোনা করেন অভিভাবকেরা- এমন প্রশ্ন ওঠে বার বার।

আরাধ্যার বয়স মাত্র ১৩ বছর। গত এক বছরে বেশিরভাগ সময়ই কিশোরী আরাধ্যাকে দেখা গিয়েছে তার মায়ের সঙ্গে। একদিকে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের নাতনি, অন্যদিকে প্রাক্তন বিশ্বসুন্দরীর কন্যা- এ দুইয়ে মিলে আরাধ্যার উপর প্রত্যাশার চাপ একটু বেশিই। কীভাবে তাকে সমলান অভিভাবকেরা?

এবার সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন বাবা অভিষেক বচ্চন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তিনি যা শিখেছেন সবই তার বাবা-মায়ের কাছ থেকে। সব সময় যে বলে বলে শেখানো হয়েছে তা নয় বরং তাদের জীবন থেকেই তিনি শিখেছেন। নিজের মেয়ের মধ্যেও সেই মূল্যবোধ গড়ে দিতে চান অভিনেতা।

তিনি বলেন, ‘আমি আসলে কে, এই খোঁজ করতে করতেই জীবন কেটে যায়। কিন্তু এই সময় কিছু মূল্যবোধ থাকা প্রয়োজন। আর যদি কেউ এই মূল্যবোধের জন্য আপনাকে মনে রাখে, এই মূল্যবোধ যদি আপনার পরিচিতি হয়ে ওঠে, তাহলে বুঝতে হবে আপনার জীবন সফল। আমি এই শিক্ষায় বড় হয়েছি। আশা করি, আমিও আমার মেয়েকে এমন শিক্ষাই দিতে পারব।’

সব সময় অভিভাবকেরাই যে সেরা শিক্ষক হয়ে উঠবেন সেটাও মনে করেন না অভিষেক। তার কথায়, ‘আমি মনে করি না বাবা-মা সব সময় সেরা শিক্ষক হয়ে উঠবেন। সন্তানের ক্ষেত্রে আমাদের আবেগ অনেক সময়ই আমাদের ধ্যানধারণার দ্বারা প্রভাবিত হয়। আমার মনে হয় অভিভাবকেরা দৃষ্টান্ত স্থাপন করে শিক্ষা দিতে পারেন।’ 

৮২ বছর বয়সেও সকাল ৭টায় শুটিং শুরু করেন অমিতাভ বচ্চন। সেই উদ্দীপনা থেকে নিজেকে বাবার জায়গায় দেখতে চান অভিষেক। সে কথা স্পষ্টই জানিয়ে অভিষেক জানান, বয়স যখন ৮২ হবে তখন তার মেয়েও যেন একইভাবে তাকে নিয়ে গর্ব বোধ করতে পারে। সূত্র: আনন্দবাজার।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আর ধ য

এছাড়াও পড়ুন:

খেলার মাঠে নুসরাত ফারিয়া, ব্যক্তিত্বের খুঁজে পূজা চেরি

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাদের কাজের খবরসহ ব্যক্তি জীবনের নানা ঘটনা। কখনো কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।

টেবিল টেনিস খেলার তিনটি ছবি শেয়ার করে অভিনেত্রী নুসরাত ফারিয়া লিখেছেন, ‘নতুন কিছুর জন্য প্রস্তুতি চলছে।’

পূজা চেরি লিখেছেন, ‘যে জায়গায় নিজের ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যায় না, সে জায়গা এড়িয়ে চলাই ভালো আমি মনে করি।’

অভিনেত্রী কাজী নওশাবা লিখেছেন, ‘শিল্পীদের উপর হামলা কোনভাবেই মেনে নেওয়া যাবে না! সঠিক নিরাপত্তা মনোনয়ন করুন।’

সামনে কেক নিয়ে অভিনেত্রী বর্ষা লিখেছেন, ‘যখন আমি আমার জন্মদিনের কেক খাই।’

নতুন ফটোশুটের তিনটি ছবি শেয়ার করে অভিনেত্রী মৌসুমী হামিদ লিখেছেন, ‘কালো সবসময়ই অভিজাত’।

স্ত্রীর বেবি সাওয়ারে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার চিহ্ন।

স্বামী সন্তানের সঙ্গে ছবিটি পোস্ট করে সংগীতশিল্পী টিনা রাসেল লিখেছেন, ‘আমার পুরা দুনিয়া।’

কালো পাঞ্জাবি নিজের তিনটি ছবি শেয়ার করে অভিনেতা সজল লিখেছেন, ‘কালো সব সময়ই ভালো।’

সম্পর্কিত নিবন্ধ

  • খেলার মাঠে নুসরাত ফারিয়া, ব্যক্তিত্বের খোঁজে পূজা চেরি
  • খেলার মাঠে নুসরাত ফারিয়া, ব্যক্তিত্বের খুঁজে পূজা চেরি