এইচএসসি ডিপ্লোমা–ইন–কমার্স পরীক্ষার সময়সূচি, কোন বিষয় কবে
Published: 16th, June 2025 GMT
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি (ডিপ্লোমা–ইন–কমার্স) শিক্ষাক্রমের দ্বাদশ ও একাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা নিচের সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এই সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ২৬ জুন। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন করতে পারবে।
পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার কক্ষে নিজ আসন গ্রহণ করতে হবে।
*কোন পরীক্ষা কবে হবেলিখিত পরীক্ষা: দ্বাদশ শ্রেণি
# ২৬ জুন: বাংলা–২ (সময়: সকাল ১০টা থেকে বেলা ১টা)
# ২৯ জুন: ইংরেজি–২ (সময়: সকাল ১০টা থেকে বেলা ১টা)
# ১ জুলাই: কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন–২ (সময়: সকাল ১০টা থেকে দুপুর ১২টা)
# ৩ জুলাই: বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন (সময়: সকাল ১০টা থেকে বেলা ১টা)
# ৭ জুলাই: অর্থনীতি (সময়: সকাল ১০টা থেকে বেলা ১টা)
# ১০ জুলাই: ব্যবসায় সংগঠন (সময়: সকাল ১০টা থেকে বেলা ১টা)
# ১৩ জুলাই: উচ্চতর হিসাববিজ্ঞান (সময়: সকাল ১০টা থেকে বেলা ১টা)
# ১৫ জুলাই: শর্টহ্যান্ড–২ (ইংরেজি) (সময়: সকাল ১০টা থেকে দুপুর ১২টা)
লিখিত পরীক্ষা: একাদশ শ্রেণি
# ২৬ জুন: বাংলা–১ (সময়: বেলা ২টা থেকে বিকেল ৫টা)
# ২৯ জুন: ইংরেজি–১ (সময়: বেলা ২টা থেকে বিকেল ৫টা)
# ১ জুলাই: কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন–১ (সময়: বেলা ২টা থেকে বিকেল ৪টা)
# ৩ জুলাই: হিসাববিজ্ঞান (সময়: বেলা ২টা থেকে বিকেল ৫টা)
# ৭ জুলাই: ব্যাংকিং ও বীমা (সময়: বেলা ২টা থেকে বিকেল ৫টা)
# ১০ জুলাই: অফিস ম্যানেজমেন্ট ও অটোমেশন (সময়: বেলা ২টা থেকে বিকেল ৫টা)
# ১৩ জুলাই: বাণিজ্যিক ভূগোল (সময়: বেলা ২টা থেকে বিকেল ৫টা)
# ১৫ জুলাই: শর্টহ্যান্ড–১ (বাংলা) (সময়: বেলা ২টা থেকে বিকেল ৪টা)
# ১৭ জুলাই: প্রোডাকশন প্লানিং কন্ট্রোল অ্যান্ড কস্টিং (সময়: বেলা ২টা থেকে বিকেল ৫টা)
ব্যবহারিক পরীক্ষা (একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা)
১.
২. অনলাইনে বোর্ডে নম্বর প্রেরণ: ২৬ থেকে ২৯ জুলাই।
বাস্তব প্রশিক্ষণ (একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা)
১. বাস্তব প্রশিক্ষণ গ্রহণ। সময়: ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার তিন দিনের মধ্যে পরীক্ষার্থীদের চার সপ্তাহের জন্য শিল্পকারখানায় বাস্তব প্রশিক্ষণের জন্য পাঠাতে হবে।
২. অনলাইনে বোর্ডে নম্বর পাঠানোর সময়: ২৭ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ২০২৫।
* এইচএসসি ডিপ্লোমা–ইন–কমার্স পরীক্ষার সময়সূচি দেখতে ওয়েবসাইট:
উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র ত পর ক ষ দশ শ র ণ সময়স চ দ ব দশ র সময়
এছাড়াও পড়ুন:
ধ্রুব’র লেখক সম্মাননা পাচ্ছেন পান্না,কাশেম ও ইউসূফী
সাহিত্যের ছোট কাগজ ধ্রুব’র অক্টোবর ২০২৫ সংখ্যায় সেরা লেখক নির্বাচিত হয়েছেন বাংলাদশের তিন গুণী লেখক। সম্প্রতি জুড়িবোর্ডের বিবেচনায় তিন এই গুণী লেখক স্ব স্ব লেখায় কৃতিত্বের সাক্ষর রেখে উক্ত পুরস্কারে ভূষিত হন।
এরা হচ্ছেন দেশখ্যাতিমান ছড়া সাহিত্যিক ও গীতিকার গোলাম নবী পান্না,ছড়া সাহিত্যিক ও গবেষক চঞ্চল মেহমুদ কাশেম এবং কবি ও পূঁথিসম্রাট জালাল খান ইউসূফী। আগামী নভেম্বরের শেষের দিকে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেয়া হবে।
প্রসঙ্গতঃ ১৯ অক্টোবর ধ্রুব’র সম্পাদক বরেণ্য ছড়া সাহিত্যিক সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিন উপলক্ষ্যে ধ্রুব’র অক্টোবর ২০২৫ সংখ্যাটি তাকে নিবেদিত করা হলে লেখকদের জন্য পুরস্কার ঘোষণা দেয়া হয়।
সেই সুবাদে বাংলাদেশ ও দেশের বাইয়ের লেখকরা তাকে নিয়ে লেখা জমা দেন। তাদের প্রেরিত লেখা বিচার বিশ্লেষনের মাধ্যমে গোলাম নবী পান্না,চঞ্চল মেহমুদ কাশেম ও জালাল খান ইউসূফীর লেখা যথাক্রমে প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করে।