চার দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্য। এটি সংস্থাটির কোনো সদস্যের প্রথম বাংলাদেশ সফর।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ার গ্রাজিনা বারানোস্কা ও আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ গতকাল রবিবার (১৫ জুন) ঢাকায় পৌঁছেছেন।

ঢাকা সফরকালে আইন উপদেষ্টা ড.

আসিফ নজরুল, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী, গুম কমিশনের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গুমের শিকার হওয়া পরিবারের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের।

আরো পড়ুন:

রাজধানীতে কর্মজীবী নারী হোস্টেল থেকে মরদেহ উদ্ধার

ডাকসু নির্বাচন কমিশন ও তফসিল ঘোষণা দাবিতে প্রশাসনকে ‘সালাম’

সব আনুষ্ঠানিকতা শেষে গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্যের আগামী ১৮ জুন ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

ঢাকা/হাসান/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সদস য

এছাড়াও পড়ুন:

মাঠে ফেরা নেইমার এবারও নেই ব্রাজিল দলে

চলতি মাসে বছরের শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আফ্রিকান দুটি দলের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের লন্ডনে ও ফ্রান্সের লিলে। এই দুই ম্যাচের জন্য গতকাল ২৬ জনের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের এই দলে এমন তিন খেলোয়াড়কে ডেকেছেন আনচেলত্তি, যাঁরা এর আগে ইতালিয়ান এই কোচের ব্রাজিল দলে ডাক পাননি। পাশাপাশি নেইমারকেও দলের বাইরে রেখেছেন আনচেলত্তি।

পালমেইরাস স্ট্রাইকার ভিতর রক, সৌদি ক্লাব আল ইত্তিহাদের ৩২ বছর বয়সী মিডফিল্ডার ফাবিনিও এবং ব্রাজিলিয়ান ক্লাব বাহিয়ার লেফট ব্যাক লুসিয়ানো জুবাকে দলে ডেকেছেন আনচেলত্তি। ভিতর রক ২০২৩ সালের মার্চে এক ম্যাচ খেলেছেন ব্রাজিলের হয়ে। ২০২২ বিশ্বকাপের পর এই প্রথম ব্রাজিল দলে ডাক পেলেন ৩২ বছর বয়সী ফাবিনিও। আনচেলত্তির ব্রাজিল দলে দুজনেই ডাক পেয়েছেন প্রথমবারের মতো। ব্রাজিলের ঘরোয়া মৌসুমে ৫৬ ম্যাচে ৬ গোল করার পাশাপাশি ৮টি গোল করানো জুবা প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্রাজিল দলে। আনচেলত্তি তাঁকে নিয়ে বলেছেন, ‘কৌশলগত দিক থেকে সে গুরুত্বপূর্ণ...মাঝমাঠেও খেলতে পারে। বাহিয়ার হয়ে সে ভালো খেলছে।’

ভিতর রক দীর্ঘদিন পর ফিরলেন ব্রাজিল স্কোয়াডে

সম্পর্কিত নিবন্ধ

  • মাঠে ফেরা নেইমার এবারও নেই ব্রাজিল দলে