‘দুর্বল যারা, তারাই পুলিশের ওপর সওয়ার হয়’
Published: 16th, June 2025 GMT
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, “দুর্বল যারা, তারাই পুলিশের ওপর সওয়ার হয়। বিএনপি দুর্বল নয়, বিএনপির সঙ্গে মহান আল্লাহর রহমত ও মানুষের ভালোবাসা আছে। বিএনপি পুলিশের ভোটে নয়, চায় জনগণের ভোটে সরকার গঠন করতে।”
রবিবার (১৫ জুন) বিকেলে হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জি কে গউছ বলেন, “মানুষের জন্য কাজ করতে হলে হতে হবে বিনয়ী। অনেকেই মুখে কিছু বলতে না পারলেও তাদের চাহিদা থাকে, সেই অনুভূতি বোঝার নামই রাজনীতি। মানুষের মুখের ভাষা নয়, চোখের ভাষা যারা বোঝেন, তারাই প্রকৃত রাজনীতিক।”
আরো পড়ুন:
ড্রোন নির্মাতা আশির উদ্দিনের পাশে তারেক রহমান
বাগেরহাটে বিএনপির সম্মেলনে ২ পক্ষের সংঘর্ষ
রাজনীতিতে নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, “তারা অন্যায় ও জুলুম করেছে, এজন্য দেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। অনেক নেতা পরিবার-পরিজন ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ অবস্থা আমাদের জন্য শিক্ষা হওয়া উচিৎ। না হলে, একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে।”
বিএনপির এই নেতা বলেন, “আওয়ামী লীগের সময়ে এক দেশে ছিল দুই আইন। তারা সভা-সমাবেশ করতো পুলিশ পাহারায়, আর আমাদের বাধা দেওয়া হত। সেই সময়ের অবসান হয়েছে। আল্লাহ কখনো সীমালঙ্ঘন বরদাশত করেন না, ইতিহাস তার সাক্ষী।”
সভায় সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরাশ উদ্দিন টকন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক বাহার মিয়া। সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদসহ অন্যরা।
ঢাকা/মামুন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র স
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে