সম্প্রতি রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের প্রাণকেন্দ্রে নাইকি ও লিভাইসের যৌথ স্টোরের উদ্বোধন হয়েছে। নাইকি ও লিভাইস ফ্র্যাঞ্চাইজি পার্টনার ‘ডিবিএল’ গ্রুপের রিটেইল অঙ্গপ্রতিষ্ঠান ডিবিএল লাইফস্টাইলস এ তথ্য জানিয়েছে। 
ডিবিএল লাইফস্টাইলসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রেতাদের জন্য কেনাকাটার এক অতুলনীয় অভিজ্ঞতার প্রতিশ্রুতি নিয়ে স্টোরটি স্থানীয় রিটেইল ইন্ডাস্ট্রিতে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। গত ১৩ জানুয়ারি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ক্রেতাসাধারণ। অতিথিরা উপভোগ করেছেন এক অনন্য শপিং অভিজ্ঞতা, যা ছিল এক্সক্লুসিভ পণ্য প্রদর্শনী এবং আধুনিক শোরুমে নাইকির সর্বশেষ পারফরম্যান্স গিয়ার ও লিভাইসের ডেনিম সংগ্রহের প্রদর্শনী। এটি গুণগত মান ও স্টাইলের নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে শপিং প্রেমিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, এম এ জব্বার; ব্যবস্থাপনা পরিচালক মো.

এম এ রহিম, ভাইস চেয়ারম্যান এম এ কাদের (অনু), উপব্যবস্থাপনা পরিচালক এবং গ্রুপ সিইও।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাইকি ইনকরপোরেটেড অ্যাথলেটিক জুতা, পোশাক এবং সরঞ্জাম তৈরির ক্ষেত্রে বিশ্বব্যাপী প্রথম সারির একটি প্রতিষ্ঠান। অত্যাধুনিক প্রযুক্তি এবং অনন্য নকশার সমন্বয়ে নাইকি দীর্ঘ কয়েক দশক ধরে ক্রীড়াশিল্পের শীর্ষস্থানে নিজেদের অবস্থান ধরে রেখেছে। লিভাইস ডেনিম এবং নৈমিত্তিক পোশাকের ক্ষেত্রে বিশ্বব্যাপী নেতৃত্বস্থানীয় একটি নাম, যা এর ঐতিহ্যবাহী ৫০১ জিন্স এবং টেকসই ফ্যাশনের জন্য বিশেষভাবে পরিচিত। প্রজন্ম থেকে প্রজন্মে লিভাইস তার স্টাইল, অনন্য মান এবং নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে।
ডিবিএল গ্রুপের রিটেইল বিজনেস অঙ্গপ্রতিষ্ঠান ডিবিএল লাইফস্টাইলস বাংলাদেশে পুমা, নাইকি, লিভাইস এবং অ্যাডিডাসের ফ্র্যাঞ্চাইজি পার্টনার। বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে আটটি স্টোর রয়েছে। আন্তর্জাতিক ব্র্যান্ডের অভিজাত অভিজ্ঞতাকে বাংলাদেশের মানুষের নাগালে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ডিবিএল লাইফস্টাইলস দেশব্যাপী তাদের কার্যক্রম সম্প্রসারণ করছে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

এমারেল্ড ট্রায়াঙ্গল-সোশ্যাল কারেন্সি কার্ড-টাইগার লাইটনিং কী, জেনে নিন

১. বিরোধপূর্ণ অঞ্চল ‘এমারেল্ড ট্রায়াঙ্গল’ কোন তিনটি দেশের সীমান্তে অবস্থিত?

ক. আফগানিস্তান, পাকিস্তান, ইরান

খ. নেপাল, চীন, ইন্ডিয়া

গ. থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস

ঘ. আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া

উত্তর: গ. থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস

২. সম্প্রতি ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন-

ক. মারিয়ানা পোরাশেঙ্কা

খ. ডেনিস শ্যামিহাল

গ. পেদ্রো সানচেজ

ঘ. ইউলিয়া সিভিরিদেঙ্কো

উত্তর: ঘ. ইউলিয়া সিভিরিদেঙ্কো

৩. বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালুর চুক্তি স্বাক্ষর করে-

ক. ১৫ জুলাই ২০২৫

খ. ১৮ জুলাই ২০২৫

গ. ২০ জুলাই ২০২৫

ঘ. ২৩ জুলাই ২০২৫

উত্তর: খ. ১৮ জুলাই ২০২৫

আরও পড়ুনসরকারি কর্মকর্তাদের ‘বিশেষ সুবিধা’র গ্রেড বিষয়ে নতুন নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের২ ঘণ্টা আগে

৪. বর্তমানে কয়টি দেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের মিশন রয়েছে?

ক. ১২টি

খ. ১৪টি

গ. ১৬টি

ঘ. ২০টি

উত্তর: গ. ১৬টি

(এ ছাড়া আরও ২টি অফিস রয়েছে দক্ষিণ কোরিয়া ও ইউক্রেনে।)

৫. বর্তমানে কয়টি দেশে জাতিসংঘের শান্তি রক্ষা মিশন চালু আছে?

ক. ৬টি

খ. ৯টি

গ. ১৩টি

ঘ. ৭টি

উত্তর: খ. ৯টি

৬. ‘নাঢ়াই’ গ্রন্থটি কোন পটভূমিতে রচিত?

ক. বঙ্গভঙ্গ

খ. দেশভাগ

গ. তেভাগা আন্দোলন

ঘ. ভাষা আন্দোলন

উত্তর: গ. তেভাগা আন্দোলন

৭. ১৯০০ সালের অলিম্পিক ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল কোন দেশ?

ক. গ্রেট ব্রিটেন

খ. ফ্রান্স

গ. জার্মানি

ঘ. অস্ট্রেলিয়া

উত্তর: ক. গ্রেট ব্রিটেন

(এ পর্যন্ত কেবল ১৯০০ সালে একবারই ক্রিকেট অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়েছিল। ১২৮ বছর পর, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট আবার ফিরছে।)

৮. সম্প্রতি দেশের কোন ব্যাংক প্রথমবারের মতো সোশ্যাল কারেন্সি কার্ড চালু করেছে?

ক. ইস্টার্ন ব্যাংক

খ. সিটি ব্যাংক

গ. ডাচ্-বাংলা ব্যাংক

ঘ. মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

উত্তর: ক. ইস্টার্ন ব্যাংক

আরও পড়ুনপ্রধান শিক্ষকের ২৩৮২ পদে সরাসরি নিয়োগের প্রক্রিয়া শুরু, চিঠি পিএসসিতে৫ ঘণ্টা আগে

৯. সম্প্রতি কোন দুটি দেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী সদস্যপদ অর্জন করেছে?

ক. নাইজেরিয়া ও ঘানা

খ. পানামা ও নিকারাগুয়া

গ. পূর্ব তিমুর ও জাম্বিয়া

ঘ. আর্জেন্টিনা ও ফিজি

উত্তর: গ. পূর্ব তিমুর ও জাম্বিয়া

(বর্তমানে আইসিসির সহযোগী দেশের সংখ্যা ১১০)

১০. VWP -এর পূর্ণরূপ -

ক. Visa Waiver Policy

খ. Visa Withdrawal Process

গ. Visitor Work Permit

ঘ. Visa Waiver Program

উত্তর: ঘ. Visa Waiver Program

১১. প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?

ক. ভার্সাই চুক্তি

খ. ওয়েস্টফেলিয়া চুক্তি

গ. ভিয়েনা চুক্তি

ঘ. সেভার্স চুক্তি

উত্তর: ক. ভার্সাই চুক্তি

আরও পড়ুন৪৪তম বিসিএসের রিপিট ক্যাডার নিয়ে নতুন সিদ্ধান্ত আসছে১ ঘণ্টা আগে

১২. প্রথম ‘ব্লু ইকোনমি’র ধারণা প্রদান করেন-

ক. অমর্ত্য সেন

খ. র‍্যাচেল কারসন

গ. গুন্টার পাউলি

ঘ. জেন গুডঅল

উত্তর : গ. গুন্টার পাউলি

১৩. সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ মহড়ার নাম-

ক. টাইগার লাইটনিং ২০২৫

খ. প্যাসিফিক ব্লু অ্যাঞ্জেল

গ. কোবরা গোল্ড

ঘ. রোয়ারিং টাইগার ২০২৫

উত্তর: ক. টাইগার লাইটনিং ২০২৫

১৪. ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের মিশন চালুর জন্য কয় বছরমেয়াদি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে?

ক. ২ বছর

খ. ৩ বছর

গ. ৫ বছর

ঘ. ৬ বছর

উত্তর : খ. ৩ বছর

(সমঝোতা স্মারকে মোট ২৮টি ধারা রয়েছে)

১৫. ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6’র প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন-

ক. সিলভিয়া ম্যাথিস

খ. সুজান রোলেই

গ. জেনিস ফেডারকিক

ঘ. ব্লেইজ মেট্রিয়েলি

উত্তর: ঘ. ব্লেইজ মেট্রিয়েলি

আরও পড়ুনআমেরিকার ফুলব্রাইট বৃত্তি: আবেদনের সময় বৃদ্ধি, প্রয়োজন টোয়েফলে ৮০ কিংবা আইইএলটিএসে ৭৫ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ