মেটা কানেক্ট সম্মেলন আজ, যেসব ঘোষণা দিতে পারেন মার্ক জাকারবার্গ
Published: 17th, September 2025 GMT
আজ বুধবার সন্ধ্যায় শুরু হচ্ছে ‘মেটা কানেক্ট ২০২৫’ সম্মেলন। বার্ষিক এ সম্মেলনে নিজেদের তৈরি নতুন প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করে থাকে মেটা। এবারের সম্মেলনে নতুন প্রজন্মের স্মার্ট চশমা, হেডসেট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে বড় ঘোষণা দিতে পারেন মার্ক জাকারবার্গ। তাই বরাবরের মতো এ বছরও কানেক্ট সম্মেলন ঘিরে প্রযুক্তিপ্রেমীদের বেশ আগ্রহ রয়েছে। দুই দিনের এ সম্মেলনে মেটা যেসব নতুন প্রযুক্তি বা পণ্যের ঘোষণা দিতে পারে, সেগুলো নিচে দেখে নেওয়া যাক।
হাইপারনোভাএবারের সম্মেলনে নতুন ধরনের স্মার্ট চশমা উন্মোচন করতে পারে মেটা। ‘হাইপারনোভা’ কোডনেমের স্মার্ট চশমাটি ‘মেটা অরিয়ন’ চশমার মতো পূর্ণাঙ্গ অগমেন্টেড রিয়েলিটি (এআর) যন্ত্র নয়, আবার রেব্যান মেটার মতো সাধারণ স্মার্ট চশমাও নয়। চশমাটির ডান লেন্সে ছোট একটি পর্দা রয়েছে। সারফেস ইলেকট্রোমায়োগ্রাফি প্রযুক্তি থাকায় চশমাটি নিয়ন্ত্রণ করা যাবে কবজিতে পরা বিশেষ ব্যান্ডের মাধ্যমে। ফলে সহজেই চশমার পর্দায় সময়, আবহাওয়া, নোটিফিকেশন, ছবি প্রিভিউ, দিকনির্দেশনা ও কথোপকথনের তাৎক্ষণিক অনুবাদ বা ক্যাপশন দেখা যাবে। মেটা এআইয়ের উত্তর শুধু অডিও নয়, টেক্সট আকারেও দেখা যাবে। হাইপারনোভার দাম হতে পারে প্রায় ৮০০ ডলার।
আরও পড়ুনমেয়ের জন্য থ্রিডি প্রিন্টারে পোশাক বানালেন মার্ক জাকারবার্গ০১ মে ২০২৩স্মার্ট চশমারেব্যানের জনপ্রিয়তার কারণে মেটা নতুন সংস্করণের স্মার্ট চশমা আনতে পারে। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত রেব্যান মেটার বিক্রি ছাড়িয়েছে ২০ লাখ ইউনিট। দ্য ইনফরমেশনের তথ্যমতে, অ্যাপেরল ও বেলিনি কোডনেমের স্মার্ট চশমায় যুক্ত হতে পারে ফেসিয়াল রিকগনিশন ও এআই সুবিধা। এ ছাড়া ওকলির তৈরি জনপ্রিয় স্ফেয়ারা ফ্রেমের নতুন সংস্করণও আসতে পারে।
আরও পড়ুনস্ত্রীর প্রতি যেভাবে ভালোবাসা প্রকাশ করলেন জাকারবার্গ ১৬ আগস্ট ২০২৪মেটা কোয়েস্ট হেডসেটসম্প্রতি বাজারে আনা কোয়েস্ট ৩এস হেডসেট তুলনামূলক সাশ্রয়ী হলেও কার্যক্ষমতার দিক থেকে প্রশংসা কুড়িয়েছে। তাই সম্মেলনে কোয়েস্ট ৪ নিয়ে কোনো ঘোষণা আসছে না দিলেও কোয়েস্ট ৩এস হেডসেটে নতুন প্রযুক্তি যুক্তের ঘোষণা দিতে পারে মেটা।
অনলাইনে যেভাবে দেখা যাবেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত সম্মেলনে আমন্ত্রিত অতিথিরা সরাসরি অংশ নেবেন। তবে কানেক্ট সম্মেলনের ওয়েবসাইট ও ডেভেলপারদের জন্য মেটার ফেসবুক পেজের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সরাসরি সম্মেলনে অংশে নেওয়া যাবে।
সূত্র: ম্যাশেবল
আরও পড়ুননিজে নকশা করে স্ত্রী প্রিসিলাকে গাড়ি উপহার দিলেন মার্ক জাকারবার্গ০৮ অক্টোবর ২০২৪.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন ম র ক জ ক রব র গ র স ম র ট চশম নত ন প
এছাড়াও পড়ুন:
আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান
বিকেলে ছিল ম্যাচ হবে কি না অনিশ্চয়তা। নানা নাটকীয়তার পর অনিশ্চয়তা কেটে ম্যাচ শুরু হলো এক ঘণ্টা দেরিতে। তবে বিলম্বিত ম্যাচে আর খুব বেশি অনিশ্চয়তা–নাটকীয়তার দেখা মিলল না। দুবাইয়ে ফেবারিট হিসেবে মাঠে নেমে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়েছে পাকিস্তান।
এই জয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করেছে সালমান আগার দল। ‘এ’ গ্রুপ থেকে সেরা চারে জায়গা করেছে ভারতও। যার অর্থ, ২১ সেপ্টেম্বর আবারও মুখোমুখি হতে চলেছে ভারত–পাকিস্তান।
গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাকিস্তান–আরব আমিরাত ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল ১৪ সেপ্টেম্বরের ভারত–পাকিস্তান গ্রুপ ম্যাচের ঘটনার জেরে। সেদিন ভারতের খেলোয়াড়েরা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ম্যাচের শুরু ও শেষে হাত না মেলানোয় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ওপর ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাইক্রফট টসের সময় অধিনায়ককে হাত না মেলানোর পরামর্শ দিয়ে নিয়ম লঙ্ঘন করেছেন অভিযোগ তুলে তাঁর অপসারণ চেয়ে রীতিমতো এশিয়া কাপ বর্জনের আবহ তৈরি করে পিসিবি।
শেষ পর্যন্ত পাইক্রফটের ক্ষমা প্রার্থনায় গতকাল তাঁর পরিচালনায় আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। তবে খেলতে নামার সিদ্ধান্ত নিতে আলোচনার জন্য এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় ম্যাচ শুরুর সময়।
আরও পড়ুনপাকিস্তান অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি পাইক্রফট, দাবি পিসিবির৬ ঘণ্টা আগেদেরিতে শুরু হওয়া ম্যাচে আমিরাত অধিনায়ক টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান। ফখর জামানের ৩৬ বলে ৫০ আর শেষ দিকে শাহিন আফ্রিদির ১৪ বলে ২৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে পাকিস্তান করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬। মূলত আফ্রিদির শেষ দিকের ঝোড়ো ব্যাটিংই পাকিস্তানের রান দেড় শর কাছাকাছি নিয়ে যায়।
নানা নাটকীয়তার পর অ্যান্ডি পাইক্রফটই পাকিস্তান–আমিরাত ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন