ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে মার্কাস রাশফোর্ডের সম্পর্কটা দুই-চার বছরের না। দীর্ঘ ২০ বছর ধরে রেড ডেভিলদের সাথে জড়িয়ে আছে এই ইংলিশ ফরোয়ার্ডের নাম। সেই ঠিকানা ছেড়ে রবিবার (২ ফেব্রুয়ারি, ২০২৫) অ্যাস্টন ভিলায় যোগ দিলেন এই ২৭ বছর বয়সী এই ফুটবলার। মূলত ইউনাইটেডের বদলি কোচ রুবেন আমোরিমের সঙ্গে বনিবনা না হওয়াই ক্লব বদলাতে হলো রাশফোর্ডকে।
অন্যদিকে রেড ডেভিলদের প্রাক্তন ম্যানেজার এরিক টেন হাগ তার পছন্দের ফুটবলারদের ছাড় দেওয়ার মানসিকতা দেখিয়েছিলেন। ঠিক এই জায়গাটাতেই ঝামেলার শুরু। ইউনাইটেডের কোচ আমোরিম একজন পর্তুগিজ। দেশটির ম্যানেজাররা ঐতিহ্যগতভাবে শৃঙ্খলার ব্যাপারে আপোষহীন। যা জোসে মোরিনহো থেকে শুরু করে ফার্নান্দো সান্তোস সবার মাঝেই বিদ্যমান।
মাঠে পারফরম্যান্সের ওঠা-নামা থাকবেই। তবে নিজের সেরাটা দেওয়ার মানসিকতা না থাকাটাই সমস্যার। অনুশীলনে রাশফোর্ডের কাজে সন্তুষ্ট হতে পারছিলেন না আমোরিম। এই ৩৯ বছর বয়সী কোচ ইংলিশ ফরোয়ার্ডেকে নিয়ে এতোটাই হতাশ ছিলেন যে বলে ফেলেছিলেন- প্রয়োজনে ৬৩ বছর বয়সী গোলকিপিং কোচকে খেলাবেন তবু রাশফোর্ডকে না।
আরো পড়ুন:
প্রিমিয়ার লিগে রেকর্ডের সপ্তাহ
ম্যানসিটিকে উড়িয়ে রাইসের হুংকার: লিভারপুলকে পেছনে ফেলব
ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলের হয়ে রাশফোর্ড ৪২৬ ম্যাচ খেলে গোল করেছেন ১৩৮টি এবং করিয়েছিলেন ৬৩টি। জিতেছিলেন ৫টি শিরোপাও।
এদিকে শৈশবের ক্লাব ছেড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম রাশফোর্ড লিখেছেন, “আমি ম্যানচেস্টার ইউনাইটেড এবং অ্যাস্টন ভিলাকে ধন্যবাদ জানাই ধারের চুক্তিটা সম্পন্ন করার জন্য। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে কিছু ক্লাব আমাকে নিতে চেয়েছে, তবে অ্যাস্টন ভিলায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল। অ্যাস্টন ভিলা এ মৌসুমে যেভাবে খেলেছে আমি এক কথায় সেটির ভক্ত। কোচের লক্ষ্যও আমার ভালো লেগেছে। আমি শুধু ফুটবলটাই খেলতে চাই এবং মাঠে নামার জন্য উন্মুখ হয়ে আছি। আমি বাকি মৌসুমের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডকে শুভকামনা জানাতে চাই।”
রাশফোর্ড আপাতত ধারে যোগ দিয়েছেন ভিলায়। তবে সামনের গ্রীষ্মে পাকাপাকিভাবে যোগ দেওয়ার একটি ধারা আছে চুক্তিতে। ভিলা কোনধরনের লোন ফি দিচ্ছে না ইউনাইটেডকে, তবে রাশফোর্ডের সাপ্তাহিক বেতনের ৭৫ শতাংশ দিবে।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল অ য স টন ভ ল
এছাড়াও পড়ুন:
জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খুন
ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। বুধবার দিবাগত রাতে উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফজিলা খাতুন (৪৫) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির মিয়া (৩০) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের সেলিম মিয়ার ছেলে। ঘটনার রাতে স্ত্রী রুমা আক্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যান মনির। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি বাড়ি ফিরে আসেন এবং চার বছরের ছেলে রোহানকে নিয়ে চলে যেতে চান। এতে স্ত্রীর সঙ্গে তার আবারও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মনির হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করতে গেলে শাশুড়ি ফজিলা খাতুন বাধা দেন। তখন মনির শাশুড়িকে ছুরিকাঘাত করেন। পাশাপাশি স্ত্রীকেও আঘাত করেন তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফজিলা খাতুনের মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো। তবে অভিযুক্ত পালিয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।