রাজধানীর উত্তরায় তিন ছাত্র আটকের ঘটনায় উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ হামলা চালান বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এ সময় উত্তরা পশ্চিম থানায় কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহাদেব আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষ্যে বৈঠক করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। সেখান থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামের তিন ছাত্রকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, আমাদের তিন সহপাঠী আকাশ, রবিন ও বাপ্পিকে আটক করে উত্তরা পূর্ব থানায় নিয়ে যায় পুলিশ। পূর্ব থানায় আমরা গিয়ে জানতে পারি, তিন ছাত্রকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানা-পুলিশের হেফাজতে রেখেছে। এতে উত্তেজিত ছাত্ররা উত্তরা পশ্চিম থানায় ইটপাটকেল নিক্ষেপ করেছে। সেই সঙ্গে থানার গেটে হামলা চালিয়েছে।

চাঁদাবাজির অভিযোগে আটক ওই তিন ছাত্রকে পরে পুলিশ ছেড়ে দেয়। সন্ধ্যার পর থেকে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ছাত্রদের বৈঠক চলছে।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান সাংবাদিকদের বলেন, উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাব রুমে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে পুলিশ। পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হয়েছেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের ফর্ম নিউ জিল্যান্ডেও ধরে রাখল উইন্ডিজ

অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডকে ৭ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। বুধবার (০৫ নভেম্বর) বিকেলে শেই হোপের নেতৃত্বে ব্যাট হাতে লড়াকু ইনিংস গড়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান তোলে সফরকারীরা। জবাবে শেষ দিকে মিচেল স্যান্টনারের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও জয় ছিনিয়ে আনতে পারেনি কিউইরা। ৯ উইকেট হারিয়ে তারা থামে ১৫৭ রানে।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্র্যান্ডন কিংয়ের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে সেখান থেকে দলকে স্থিতি এনে দেন অধিনায়ক হোপ। শান্ত স্বভাবের এই ব্যাটার খেলেন দায়িত্বশীল ইনিংস, গড়েন গুরুত্বপূর্ণ জুটি রোস্টন চেসের সঙ্গে। হোপের ৩৯ বলে ৫৩ রানের ইনিংসটি সাজানো ছিল চারটি চার ও তিনটি ছক্কায়। তাকে বোল্ড করেন জ্যাকারি ফক্স ১৬তম ওভারে।

আরো পড়ুন:

অ্যাশেজের প্রথম টেস্টে বড় চমক: ফিরলেন লাবুশেন, নতুন মুখ তিন

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হলেন আশরাফুল

চেস করেন ২৮ রান। আর মধ্য ওভারে রভম্যান পাওয়েল যোগ করেন ২৩ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস। শেষ দিকে রোমারিও শেফার্ড ও জেসন হোল্ডারের ছোট কিন্তু কার্যকর ইনিংস দলকে ১৬০ রানের ঘর পেরোতে সাহায্য করে।

লক্ষ্য তাড়ায় নিউ জিল্যান্ডের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। টপ অর্ডার দ্রুত ভেঙে পড়ে। আর ক্যারিবীয় স্পিন-বোলিংয়ের জালে আটকে যায় বাকি ব্যাটাররা। শেষ দিকে মিচেল স্যান্টনার একাই লড়াই চালিয়ে যান। মাত্র ২৮ বলে ৮টি চার ও ২ ছক্কায় খেলেন অপরাজিত ৫৫ রানের ইনিংস। কিন্তু তারপরও জয়ের জন্য প্রয়োজনীয় রান ছিল দূরে। ফলাফল- মাত্র ৭ রানের ব্যবধানে পরাজয়।

বল হাতে রোস্টন চেস ৪ ওভারে ২৬ রানে ৩টি ও জেডেন সিলস ৪ ওভারে ৩২ রানে নেন ৩টি উইকেট।

এই জয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে টানা তৃতীয় টি-টোয়েন্টি জয়ের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে তারা জিতেছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২২ সালের কিংস্টনের ম্যাচে।

এই ম্যাচের আগে বাংলাদেশকে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে গিয়েছিল ক্যারিবিয়ানরা। সেই ফর্ম তারা নিউ জিল্যান্ডের মাটিতেও ধরে রেখেছে। এখন দেখার বিষয় পাঁচ ম্যাচের সিরিজে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তারা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ