তিন ছাত্রকে ছাড়িয়ে নিতে থানায় হামলা শিক্ষার্থীদের
Published: 4th, February 2025 GMT
রাজধানীর উত্তরায় তিন ছাত্র আটকের ঘটনায় উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ হামলা চালান বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এ সময় উত্তরা পশ্চিম থানায় কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহাদেব আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষ্যে বৈঠক করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। সেখান থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামের তিন ছাত্রকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, আমাদের তিন সহপাঠী আকাশ, রবিন ও বাপ্পিকে আটক করে উত্তরা পূর্ব থানায় নিয়ে যায় পুলিশ। পূর্ব থানায় আমরা গিয়ে জানতে পারি, তিন ছাত্রকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানা-পুলিশের হেফাজতে রেখেছে। এতে উত্তেজিত ছাত্ররা উত্তরা পশ্চিম থানায় ইটপাটকেল নিক্ষেপ করেছে। সেই সঙ্গে থানার গেটে হামলা চালিয়েছে।
চাঁদাবাজির অভিযোগে আটক ওই তিন ছাত্রকে পরে পুলিশ ছেড়ে দেয়। সন্ধ্যার পর থেকে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ছাত্রদের বৈঠক চলছে।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান সাংবাদিকদের বলেন, উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাব রুমে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে পুলিশ। পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হয়েছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আরাফাতের হ্যাটট্রিকে গ্রুপ ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়
প্রথম ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে জিততে খানিকটা কষ্ট হয় টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়কে। গোলশূন্য ৭০ মিনিট শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের সেই লড়াইয়ে ৪–৩ ব্যবধানে জয় তুলে নেয় তারা।
আজ দ্বিতীয় ম্যাচে কোনো প্রতিরোধই টিকতে দেয়নি গণ বিশ্ববিদ্যালয়। সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে ইস্টার্ন ইউনিভার্সিটিকে একতরফা আধিপত্যে চূর্ণ করে গণ বিশ্ববিদ্যালয় জিতেছে ৫–০ গোলে।
এমন দুর্দান্ত শুরু আবার নতুন স্বপ্ন দেখাচ্ছে গণ বিশ্ববিদ্যালয়কে। গতবারের ব্যর্থতা ঘুচিয়ে এবার কি তবে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টের ট্রফি ছুঁয়ে দেখবে তাঁরা আবারও? দলটির খেলোয়াড়–কর্মকর্তারা তেমন আশার কথাই বললেন।
গ্রুপ ফাইনালে তারা সামনে পাবে আজই দিনের ম্যাচে মুখোমুখি হওয়া নর্থ সাউথ ইউনিভার্সিটি বনাম স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের মধ্যে জয়ী দলকে।