চাঁদা না দেয়ায় বন্দরে আকিজ সিমেন্ট কর্মকর্তাকে পিটিয়ে আহত
Published: 5th, February 2025 GMT
বন্দরে ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় আকিজ সিমেন্ট কোম্পানির একটা কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছে আমজাদ বাহিনী। গত ৩রা ফেব্রুয়ারি রাতে একরামপুর আকবর হোটেলের সামনে এ হামলার ঘটনা ঘটে।
এঘটনায় কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম বাদী বুধবার (৫ ফেব্রুয়ারী) বন্দর থানায় এ চাঁদাবাজি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৮(২)২৫।
জানা গেছে, নাসিক ২৩ নং ওয়ার্ড কদমরসুল এলাকায় ২ শ ৩৮দিন আগে আকিজ সিমেন্ট কোম্পানি কিছু জমি বায়না করে নির্মাণ কাজ করছিল। তার পর থেকে কদমরসুল এলাকার আমজাদ তার দলবল নিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।
এসময় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক চাঁদা দিতে অস্বীকার করে। গত ৩রা ফেব্রুয়ারি রাতে আব্দুল মালেক কাজ শেষে বাসায় ফেরার পথে একরামপুর আকবর হোটেলের সামনে পৌঁছালে আমজাদ ও তার লোকজন হামলা চালায়।
এসময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রেয়েছে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।
মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।