বন্দরে ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় আকিজ সিমেন্ট কোম্পানির একটা কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছে আমজাদ বাহিনী। গত ৩রা ফেব্রুয়ারি রাতে একরামপুর  আকবর হোটেলের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এঘটনায় কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম বাদী  বুধবার (৫ ফেব্রুয়ারী) বন্দর থানায়  এ চাঁদাবাজি মামলা দায়ের করেন।  যার মামলা নং- ৮(২)২৫।

জানা গেছে, নাসিক ২৩ নং ওয়ার্ড কদমরসুল এলাকায় ২ শ ৩৮দিন  আগে আকিজ সিমেন্ট কোম্পানি কিছু জমি বায়না করে  নির্মাণ  কাজ করছিল। তার পর থেকে  কদমরসুল এলাকার  আমজাদ তার দলবল নিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

এসময় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক চাঁদা দিতে অস্বীকার করে। গত ৩রা ফেব্রুয়ারি রাতে আব্দুল মালেক কাজ শেষে বাসায় ফেরার পথে  একরামপুর  আকবর হোটেলের সামনে  পৌঁছালে আমজাদ ও তার লোকজন হামলা চালায়।

এসময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করেন।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রেয়েছে। 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

রাউজানে বিএনপি নেতা গোলাম আকবরের গাড়িবহরে হামলা, আহত ২০

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকারের গাড়িবহরে হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আগুন দেওয়া হয়েছে তিনটি মোটরসাইকেলে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার সাত্তার ঘাট হালদা সেতু এলাকায় ঘটনাটি ঘটে।

হামলার জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের দায়ী করেছেন গোলাম আকবর খন্দকার। 

আরো পড়ুন:

প্রকাশ্যে কোপাল সন্ত্রাসীরা, অভিযোগ করবেন না অধ্যাপক তুলসী

মাদারীপুরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় ৪ বাড়িতে হামলা

এ বিষয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‍“ঘটনার বিষয়ে আমি এখনো কিছুই জানি না।”

গোলাম আকবর খন্দকার সাংবাদিকদের জানান, আজ বিকেল ৪টার দিকে নেতাকর্মীদের নিয়ে রাউজান বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতে যাচ্ছিলেন তিনি। সাত্তার ঘাটের হালদা সেতু এলাকায় তাদের গাড়িতে হামলা হয়। হামলাকারীরা তার ব্যবহৃত জিপ ভাঙচুর করে। পাশাপাশি তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। 

তার অভিযোগ, হামলার সময় গাড়ি থেকে নেমে আত্মরক্ষার চেষ্টা করেন। এসময় তিনিসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। হামলার পেছনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা জড়িত।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • রাউজানে উত্তেজনা থামেনি, পাল্টাপাল্টি কর্মসূচি বিএনপির দুই পক্ষের
  • সোনারগাঁয়ে মাদ্রাসায় কমিটি গঠনের বিরুদ্ধে মানববন্ধন
  • ফতুল্লার  শিবু মার্কেট এলাকায় মাও. জব্বারের গণসংযোগ,: ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থী
  • সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে মাছের পোনা অবমুক্ত করলো বিএনপি
  • চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা
  • রাউজানে সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, গিয়াস কাদেরের পদ স্থগিত
  • রাউজানে বিএনপি নেতা গোলাম আকবরের গাড়িবহরে হামলা, আহত ২০
  • ‘এইচ টি ইমামের’ বন্ধ কারখানায় ডাকাতির চেষ্টা, আটক ৬
  • প্রয়াত বিএনপি নেতা মাহমুদের স্মরণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়া