জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কর্তৃক নিয়মিত তদারকি এবং ব্যবসায়ীগণ যাতে ভোক্তার নিকট গুণগত খাদ্য পণ্য সরবরাহ করে এর  অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া মার্কেট এলাকায় বাজার মনিটরিং করা হয়।

এসময় পচা, বাসি খাবার সংরক্ষণ করার অপরাধে ‘কিং প্যালেস রেস্টুরেন্ট’কে ১ লাখ টাকা টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করা মাংস, পূর্বে রান্না করা বাসি গ্রিল, চিকেন চাপ, শিক কাবাব পাওয়া যায়।

যা ভোক্তার সাথে প্রতারনা এবং সেবা গ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্ন কারী কার্য। ফলে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা অর্থ দন্ড আরোপ ও আদায় করা হয়।

এসময় প্রতিষ্ঠানটির ম্যানেজার মো.

আল আমিন অপরাধ স্বীকার করে এবং ভবিষ্যতে আরো সতর্ক থাকবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন ।

পরে বাসি, পূর্বে রান্না করা খাদ্য দ্রব্য জনসম্মক্ষে ধ্বংস করা হয় । জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা ।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ফতুল্লায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ‘বেলী ফুড’ নামে একটি কারখানার কার্যক্রম অবৈধভাবে পরিচালনার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার বুধবার (১৭ সেপ্টেম্বর) এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি ফতুল্লা এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযানকালে ‘বেলী ফুড’ নামের প্রতিষ্ঠানটির পরিবেশগত ছাড়পত্র দেখাতে ব্যর্থ হয়। পরিবেশ দূষণ রোধে এবং আইন মেনে চলার বাধ্যবাধকতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণকারী অবৈধ কারখানা বা প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পরিবেশ সুরক্ষায় এবং আইন মেনে চলতে সকল প্রতিষ্ঠানকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা পরিবেশ আইন লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • “শিক্ষার্থীদের উপর হামলা, ইন্ধন থাকতে পারে তৃতীয় পক্ষের”
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০ (ভিডিও)
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০
  • ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • ১৩ ঘণ্টা পর রংপুরের রেল যোগাযোগ সচল
  • ওয়াগ্গাছড়া চা বাগানে হাতির তাণ্ডব
  • হেরোইন বিক্রির অভিযোগে ধামরাইয়ে গ্রেপ্তার ৩
  • আদমজী ক্যান্টনমেন্ট কলেজে একাদশ শ্রেণিতে নবীনবরণ অনুষ্ঠিত
  • সিদ্ধিরগঞ্জে ধরা ছোঁয়ার বাইরে যুবলীগ নেতা মতির সহযোগী জাহাঙ্গীর, ক্ষোভ চরমে
  • টেকনাফে সাড়ে ৩ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ২