শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার রাতে সাভার পৌর এলাকার মারুফ চত্বরে (মুক্তির মোড়) অবস্থিত ম্যুরালটির বেশ কিছু অংশ ভেঙে বিকৃত করে দেয় তারা। তবে ম্যুরালের মূল অবকাঠামো আগের মতই রয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে সাভার উপজেলার মুক্তির মোড়ে উপস্থিত হন অর্ধশতাধিক ছাত্র-জনতা। পরে তারা হাতুড়ি ও লোহার রড দিয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরালের বেশ কিছু অংশ বিকৃত করে দেন।
এর আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তেজিত ছাত্র-জনতা ম্যুরালটি ভাঙচুর করেন। পরে ম্যুরালটিতে সাভারে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ মারুফ, শ্রাবণ গাজী ও সুমনের ছবি টাঙিয়ে দেওয়া হয়। এরপর বঙ্গবন্ধু চত্বরের নাম পরিবর্তন করে মারুফ চত্বর রাখা হয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান
বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে।
আজ বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিস্তারিত আসছে...