সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৫৯ দশমিক ১২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২১.৮০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর বেড়েছে ৩৪ দশমিক ৪৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩.

৯০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে ফিনিক্স ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪.৮০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–নিউলাইন ক্লোথিংসের ২৫.৩৩ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ২৫.০০ শতাংশ, কাট্টলি টেক্সটাইলের ২৪.৪৪ শতাংশ, বিডি থাই ফুডের ২৩.৩৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২৩.০৮ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৫.১০ শতাংশ এবং বিবিএস ক্যাবলসের ২০.৫৩ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ