বন্দরে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর বাড়িতে হামলা লুটপাট, গ্রেপ্তার ১
Published: 10th, February 2025 GMT
বন্দরে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীর গরু ও জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে সন্ত্রাসী সোহেল বাহিনী বিরুদ্ধে।
এ ঘটনায় মুন্না(৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী মুন্না বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকার আবুল কালাম ওরফে মুইচ্ছা কালাম মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃতকে সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (৯ ফেব্রুয়ারী) দুপুরে বন্দর উপজেলার মদনপুর হেদায়তপাড়া এলাকায় এ লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটে। ওই সময় হামলাকারীরা তিনটি গরু ও স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সেলিম আহামেদ বাদী হয়ে সন্ত্রাসী সোহেল বাহিনীর প্রধান সোহেল সহ ১২ জনের নাম উল্লেখ থানায় একটি মামলা দায়ের করেন।মামলা নং ১৫(২)২৫ ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩৮৫/৩৮৬/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড- ১৮৬০।
মামলার আসামিরা হলো, সোহেল(৩২) দিপু (৩১), অপু (২৯), মুন্না (৩০),ফয়সাল (২৫), রাজিব(২৮), শাহজালাল ভূইয়া ওরফে ভাল্লুক (৩২), রাসেল (৩৫), মামুন (৩৫), রেজাউল (৩৮), সজিব (২৫) ও সুমন ওরফে কালু (২৮)।
জানাগেছে, উপজেলা মদনপুর ইউপির হেদায়তপাড়া এলাকার মৃত তোতা মাতবরের ছেলে ব্যবসায়ী সেলিম আহম্মেদের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল একই এলাকার সন্ত্রাসী সোহেল ও দীপু এবং তাদের বাহিনীর লোকজন।
এসময় চাঁদা দিতে অস্বীকার করায় গত ৭ ফেব্রুয়ারি রাত থেকে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে মদনপুর মৌজাস্থ ব্যবসায়ী সেলিমের মালিকানাধীন ৪৫ শতাংশ নাল জমির মাটি ভেকু দিয়ে কেটে নিয়ে যাচ্ছিল।
এ ঘটনাটি থানা পুলিশকে অবগত করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে গত রোববার সকালে ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও তিনটি গরু সহ ব্যাপক লুটপাট করে নিয়ে যায়। এখবর পেয়ে রোববার বিকালে ধামগড় পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মুন্না নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেন।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম বলেন, মদনপুরের এক ব্যবসায়ীর মাটি কেটে নেওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব যবস য় ন র য়ণগঞ জ ব যবস য় র মদনপ র
এছাড়াও পড়ুন:
মাসুদুজ্জামানকে বিজয়ী করতে বন্দরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভা
নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে বিজয়ী করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর উপজেলা বিএনপির পাঁচটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের নিয়ে নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মদনপুর ইউনিয়নের দেওয়ানভাগস্থ বিএনপির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা সভায় বন্দর উপজেলা বিএনপির আওতাধীন পাঁচটি ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদেরকে আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ- ৫ ( সদর - বন্দর ) আসনে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দীক নির্দেশনা দেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন।
বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ লিটনের সঞ্চালনায় সাংগঠনিক সভায় আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহি উদ্দিন শিশির, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূঁইয়া, সিনিয়র সহ সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক শাহিন শাহ্ মিঠু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক,কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া,সিনিয়র যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আঃ রহিম, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মামুন ভূঁইয়া, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খান্দকার,বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সজিবসহ পাঁচটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।