সরকারি অনুদান নেওয়ার ছয় বছর পর গত শুক্রবার মুক্তি পায় ‘দায়মুক্তি’ সিনেমা। বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে এটি। বদিউল আলম পরিচালিত এ সিনেমার ‘অন্তরে বাহিরে’ গানটি প্রকাশের পর চারপাশে মুগ্ধতা ছড়িয়ে পড়ে। শ্রোতামহলে অনেকে নতুন এই গানের কথা, সুর ও গায়কির প্রশংসা করছেন। কবির বকুলের কথায় জাহিদ নীরবের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাব্বির নাসির ও কোনাল। জনপ্রিয় এই দুই শিল্পীর একসঙ্গে এটিই প্রথম প্লেব্যাক।

গানটি নিয়ে সংগীতশিল্পী সাব্বির নাসির বলেন, “দায়মুক্তি’ সিনেমায় প্রথম কোনালের সাথে ‘অন্তরে বাহিরে’ এই ডুয়েট প্লেব‍্যকে গাইলাম। প্রজেক্টটি বছর ২/৩ আগের। চলচ্চিত্রটি অবশেষে রিলিজ হওয়াতে ভালো লাগছে। গানটির কথা দিয়েছেন প্লেব্যাক‍ লিরিকস মাস্টার কবির বকুল ভাই। মুরাদ নূর গানটির প্রথম সুর সংযোজন করেছিলেন। সেটিও সুন্দর সুর ছিল। পরে জাহিদ নীরব সুরারোপ করেন চলচ্চিত্রটির প্রয়োজনে। সেটিও বেশ সুন্দর হয়েছে। নীরবের কম্পোজিশনে এর আগেও কাজ করেছি। কোনাল তো অসাধারণ গান করেন। চমৎকার গেয়েছেন। আমি চেষ্টা করেছি তার সাথে তাল মেলাতে। কতটুকু পেরেছি শ্রোতা-দর্শকই বলতে পারবেন। জসিম ভাই আর খোকন ভাইকে অসংখ‍্য ধন‍্যবাদ।”

রাইসা ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি ও সংলাপ রচনা করেছেন কমল সরকার। ২০১৭ সালে অনুদান পেয়েছিল এ সিনেমা। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সাইমন সাদিক ও সুম্মি রহমান। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত ও দিলারা জামান। তা ছাড়াও আছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।

আরো পড়ুন:

ওমরা পালনে সৌদি আরবে যাচ্ছেন ওমর সানী

‘মানুষের ধর্মই প্রতিশ্রুতি ভঙ্গ করা’

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে গবেষণা পুরস্কার এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের আবেদন করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগ ‘রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার’ ও ‘রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন ফিজিক্স’ প্রদানের জন্য দেশের পদার্থবিজ্ঞানী ও গবেষকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

কোন সালের জন্য পুরস্কার —

ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠিত ট্রাস্ট ফান্ড থেকে ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের গবেষণা কাজের জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

পুরস্কার মল্যমান কত —

১. পদার্থবিজ্ঞান বিষয়ে মৌলিক গবেষণার জন্য পুরস্কার পাওয়া গবেষককে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হবে।

২. পদার্থবিজ্ঞান বিষয়ে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে একজন বিজ্ঞানী বা গবেষককে নগদ ৫০ হাজার টাকা মূল্যের রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ —

আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের সঙ্গে জমা দিতে—

আবেদনকারীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তিন কপি আবেদনপত্র, তিন প্রস্থ জীবনবৃত্তান্ত, তিন প্রস্থ গবেষণাকর্ম এবং তিন কপি ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

দরকারি তথ্য—

১. জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রকাশিত গবেষণাকর্ম পুরস্কারের জন্য বিবেচিত হবে।

২. যৌথ গবেষণা কাজের ক্ষেত্রে গবেষণা পুরস্কারের অর্থ সমান হারে বণ্টন করা হবে। এ ক্ষেত্রে সহযোগী গবেষক বা গবেষকের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।

৩. আবেদনকারী যে বছরের জন্য আবেদন করবেন পাবলিকেশন ওই বছরের হতে হবে।

৪. একই পাবলিকেশন দিয়ে পরবর্তী বছরের জন্য আবেদন করা যাবে না।

৫. কোন কারণে একজন প্রার্থী পুরস্কারের জন্য আবেদন করলে প্রার্থিতার স্বল্পতা বিবেচনা করে তাঁর আবেদন বিবেচনা করা হবে।

৬. পরীক্ষক তাঁর গবেষণা কাজের পুরস্কারের জন্য সুপারিশ না করলে তাঁকে পুরস্কারের বিষয়ে বিবেচনা করা হবে না।

৭. পদার্থবিজ্ঞানে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার একবার প্রাপ্ত গবেষকও পরবর্তী সময়ে আবেদন করতে পারবেন।

৮. নতুন গবেষককে অগ্রাধিকার দেওয়া হবে।

৯. যদি মানসম্মত গবেষণা কাজ না পাওয়া যায়, সে ক্ষেত্রে পূর্বের পুরস্কার পাওয়া গবেষকের নতুন গবেষণা কাজের পুরস্কারের জন্য পরীক্ষকের সুপারিশের ভিত্তিতে বিবেচনা করা হবে।

# আবেদন জমা দেওয়ার ঠিকানা: প্রো-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

সম্পর্কিত নিবন্ধ