মাদারীপুরের শিবচরে বালুবাহী ট্রাকচাপায় ২ যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্যাসীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের নুর মোহাম্মদ বেপারীর ছেলে লিমন বেপারী (২১) ও মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তম হাওলাদারের ছেলে নয়ন (১৮)। তারা দওপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে একটি মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে গ্যারেজে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন লিমন-নয়ন। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্যাসীরচর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লিমন বেপারীর মৃত্যু হয়। গুরুতর আহত নয়নকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

আরো পড়ুন:

মোটরসাইকেল আরোহী ১ যুবক নিহত, ২ জন হাসপাতালে

ঘন কুয়াশায় তিন ট্রাকের সংঘর্ষ, আহত ৫

শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/বেলাল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন

এছাড়াও পড়ুন:

নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের

নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা 

পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ