মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
Published: 16th, February 2025 GMT
মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুসংলগ্ন এক্সপ্রেসওয়েতে ডাম্প ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পূর্ব সন্যাসীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বন্ধু হলেন শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের লিমন ব্যাপারী (২৮) ও একই উপজেলার মাদবেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার নয়ন হাওলাদার (২৫)। তাঁরা দুজনই দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সূর্যনগর বাজারে গ্যারেজে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নয়ন ও লিমন। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্যাসীরচর এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক লিমনের মৃত্যু হয়। নয়ন গুরুতর আহত হন। নয়নকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে একজন ও ঢাকায় নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে, পলাতক চালককে ধরতে কাজ করছে পুলিশ। এ ব্যাপারে নিহত ব্যক্তিদের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ বচর
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল