কিশোরগঞ্জে বিদ্যালয়ে যাওয়ার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় কটিয়াদীতে নিহতের সহপাঠীরা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

মঙ্গলবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ও কটিয়াদী উপজেলার আচমিতা ছনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- দক্ষিণ গোবিন্দপুর গ্রামের প্রবাসী নজরুল ইসলামের মেয়ে ও প্রাপ্তি আইডিয়াল স্কুলের ছাত্রী নোহা আক্তার ও মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র আলী আকবর (১৩) ও জুনায়েদ (১২)। নিহত দুজন চাচাতো ভাই।

জানা যায়, স্কুলে যাওয়ার পথে একটি অটোরিকশা নোহাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে ক্রীড়া অনুষ্ঠানে অংশ নিতে মোটরসাইকেলে চড়ে স্কুলে যাওয়ার পথে মধ্যপাড়া সড়কে একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। জুনায়েদকে উদ্ধার করে ভাগলপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক দিদার মিয়া দুর্ঘটনার পর অটোরিকশা ও তার মোবাইল ফোন ফেলে পালিয়ে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ও কটিয়াদী হাইওয়ে থানার ওসি মামুনুর রশিদ।

পাকুন্দিয়া থানার ওসি মারুফ হোসেন জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অটোরিকশা জব্দ করে এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।  

কটিয়াদী হাইওয়ে থানার ওসি মামুনুর রশিদ বলেন, নিহতের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক অবর ধ দ র ঘটন ঘটন য়

এছাড়াও পড়ুন:

দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন: আকবর খান

ঢাকা-৮ আসনে দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান। তিনি বলেন, “ভোটের অধিকার জনগণের পবিত্র আমানত, এটি সচেতনভাবে প্রয়োগ করতে হবে।”

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা জননেতা সাইফুল হক-এর ঢাকা-৮ আসনে নির্বাচনী গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে তিনি একথা বলেন।

গণসংযোগের শুরুতে ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত পথসভা হয়। 

সেখানে আকবর খান বলেন, “নির্বাচন কমিশন ও সরকারকে অবিলম্বে ভোটের গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে কার্যকর উদ্যোগ নিতে হবে। গত কয়েকটি জাতীয় নির্বাচনে—২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে—ঢাকা-৮ আসনের বহু নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। যে তরুণের এখন বয়স ২৫ বা ২৬, তারা কখনো ভোট দিতে পারেনি, ভোট কী তা জানে না- এটি গণতন্ত্রের জন্য গভীর উদ্বেগের বিষয়।”

তিনি আরো বলেন, “গত ১৬-১৭ বছর ধরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং আমাদের নেতা সাইফুল হক জনগণের ভোটাধিকারের আন্দোলনে রাজপথে সংগ্রাম করে আসছেন। এর জন্য জেল-জুলুম, নির্যাতন সহ্য করেও তিনি থেমে থাকেননি। ভোটাধিকার গণমানুষের দীর্ঘ লড়াই ও ত্যাগের ফসল। এই অধিকার ভুল ব্যক্তিকে নির্বাচিত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না।”

আকবর খান বলেন, “জননেতা সাইফুল হক গণমানুষের পরীক্ষিত নেতা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের জনগণ যেন তাকে ভোট দিয়ে নিজেদের সুখ-দুঃখ, চাওয়া-পাওয়ার কথা ও দীর্ঘ বঞ্চনার ইতিহাস সংসদে তুলে ধরার সুযোগ করে দেন- এটাই আমাদের আহ্বান।”

গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংক এলাকা থেকে শুরু হয়ে মতিঝিল, কমলাপুর, ফকিরাপুল, কালভার্ট রোড হয়ে বিজয়নগরে এসে শেষ হয়। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় নেতা সিকদার হারুন মাহমুদ, মীর রেজাউল আলম, কবি জামাল সিকদার, ফাইজুর রহমান মুনির, বাবর চৌধুরী, মহানগর নেতা যুবরান আলী জুয়েল, সালাউদ্দিন, রিয়েল মাতবর, আরিফুল ইসলাম, মুজিবুল হক চুন্নু, গোলাম রাজিব, মাহমুদুল হাসান খান, ফয়েজ ইবনে জাফর, নান্টু দাস, শিবু মহন্ত ও হুমায়ুন কবির প্রমুখ।

ঢাকা/এএএম/এস

সম্পর্কিত নিবন্ধ

  • খুলনায় ২২ বোতল মাদকসহ যুবক আটক
  • সিদ্ধিরগঞ্জে বিজয় দিবস-৩৬ নাইট ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন
  • দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন: আকবর খান