কিশোরগঞ্জে বিদ্যালয়ে যাওয়ার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় কটিয়াদীতে নিহতের সহপাঠীরা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

মঙ্গলবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ও কটিয়াদী উপজেলার আচমিতা ছনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- দক্ষিণ গোবিন্দপুর গ্রামের প্রবাসী নজরুল ইসলামের মেয়ে ও প্রাপ্তি আইডিয়াল স্কুলের ছাত্রী নোহা আক্তার ও মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র আলী আকবর (১৩) ও জুনায়েদ (১২)। নিহত দুজন চাচাতো ভাই।

জানা যায়, স্কুলে যাওয়ার পথে একটি অটোরিকশা নোহাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে ক্রীড়া অনুষ্ঠানে অংশ নিতে মোটরসাইকেলে চড়ে স্কুলে যাওয়ার পথে মধ্যপাড়া সড়কে একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। জুনায়েদকে উদ্ধার করে ভাগলপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক দিদার মিয়া দুর্ঘটনার পর অটোরিকশা ও তার মোবাইল ফোন ফেলে পালিয়ে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ও কটিয়াদী হাইওয়ে থানার ওসি মামুনুর রশিদ।

পাকুন্দিয়া থানার ওসি মারুফ হোসেন জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অটোরিকশা জব্দ করে এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।  

কটিয়াদী হাইওয়ে থানার ওসি মামুনুর রশিদ বলেন, নিহতের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক অবর ধ দ র ঘটন ঘটন য়

এছাড়াও পড়ুন:

গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে শোকজ করা হয়েছে। আজ বুধবার দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ তাদের এ নোটিশ পাঠানো হয়েছে বলে বিএনপির দপ্তর সূত্র নিশ্চিত করেছে।

গত বছরের নভেম্বরে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীকে একবার শোকজ করা হয়েছিল। তখন তিনি শোকজের জবাব দিয়েছিলেন। তবে অসন্তোষ প্রকাশ করে গিয়াস কাদেরকে সতর্ক করেছিল বিএনপি।

গিয়াস কাদের চৌধুরী ফজলুল কাদের চৌধুরীর ছেলে ও প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই। আর চট্টগ্রাম উত্তর জেলার রাজনীতিতে গিয়াসের সঙ্গে গোলাম আকবরের প্রকাশ্য দ্বন্দ্ব দীর্ঘদিনের।

সম্পর্কিত নিবন্ধ

  • বসুন্ধরার চেয়ারম্যানসহ পরিবারের ২২ কোম্পানির শেয়ার ও ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • দল থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন গিয়াস কাদের ও গোলাম আকবর
  • গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ