বাংলাদেশে লিভার রোগের চিকিৎসকদের জাতীয় সংগঠন ‘এসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশের (এএসএলডিবি) নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা.

আবদুল্লাহ আল মাহমুদ।

আজ বুধবার ২০২৫ রাজধানীর একটি হোটেলে সারাদেশ থেকে আগত লিভার বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে সংগঠনের বার্ষিক সম্মেলন পরবর্তী সভায় ৩৫ সদস্যে বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত চিকিৎসকরা প্রতিটি মেডিকেল কলেজে লিভার বিভাগ প্রতিষ্ঠা এবং লিভার বিশেষজ্ঞদের পদায়নের মাধ্যমে সারাদেশে লিভার রোগ চিকিৎসাসেবা সম্প্রসারণের তাগিদ দেন। পাশাপাশি একটি জাতীয় লিভার ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি জানান। সংবাদ বিজ্ঞপ্তি।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: চ ক ৎসক

এছাড়াও পড়ুন:

প্রথম দিনে কত আয় করল অজয়ের সিনেমা?

‘রেইড’ সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। গতকাল ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ‘রেইড টু’।

এ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছেন বাণী কাপুর। চলতি বছর এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় সর্বোচ্চ আয় করেছে ‘রেইড টু’। এ তালিকার প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি) ও ‘সিকান্দার’ (২৫ কোটি রুপি)।

২০১৮ সালে মুক্তি পায় ‘রেইড’ সিনেমা। সেই বছরের মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় অবস্থানে ছিল সিনেমাটি। বক্স অফিসের সেই ধারাবাহিকতা বজায় রেখে যাত্রা শুরু করেছে রাজ কুমার গুপ্তা নির্মিত এই সিনেমা।

আরো পড়ুন:

বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ

কত টাকা আয় করল অক্ষয়ের সিনেমা?

স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘রেইড টু’ সিনেমা আয় করেছে ১৮.২৫ কোটি রুপি (নিট)। তবে বলি মুভি রিভিউজের তথ্য মতে, আয় কিছুটা কম করেছে। তাদের হিসাব অনুযায়ী প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১৭.৬ কোটি রুপি (নিট)।   

‘রেইড টু’ সিনেমার আইটেম গানে কোমর দুলিয়েছেন তামান্না ভাটিয়া। সিনেমা মুক্তির আগে কয়েক দিন আগে টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘নাশা’ শিরোনামের গানটি। এতে কণ্ঠ দিয়েছেন— জেসমিন স্যান্ডলাস, সচেত ট্যান্ডন, দিব্যা কুমার, সুমন্ত মুখার্জি। বরাবরের মতো এ গানও দারুণ সাড়া ফেলেছে।

‘রেইড’ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডিক্রজ। তবে দ্বিতীয় পার্টে তার জায়গা নিয়েছেন বাণী কাপুর। ‘রেইড টু’ সিনেমায় আরো অভিনয় করেছেন— রীতেশ দেশমুখ, রজত কাপুর, সুপ্রিয়া পাঠক প্রমুখ। তাছাড়া সিনেমাটির বিশেষ চরিত্রে জ্যাকলিন ফার্নান্দেজ ও হানি সিং অভিনয় করেছেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ