চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইতিমধ্যে বাদ পড়ে গেছে আয়োজক পাকিস্তান ও বাংলাদেশ। এ গ্রুপ থেকে নিজেদের শেষ ম্যাচটি শুধু নিয়মরক্ষার। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির বাগড়ায় ম্যাচের টস হতে দেরি হচ্ছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ম্যাচটি পরিত্যাক্ত হওয়ার শঙ্কাও রয়েছে। 

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। তার আধঘণ্টা আগে টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হচ্ছে না। পুরো মাঠ ঢাকা রয়েছে কাভারে। ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী এখন বৃষ্টি হচ্ছে না। ৩টায় পর্যবেক্ষণ করবেন ম্যাচ অফিসিয়ালরা। 

 

আরো পড়ুন:

নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশ যেখানে এগিয়ে!

সব হারিয়ে শূন্য থেকে শুরু করতে চায় পাকিস্তান

ঢাকা/রিয়াদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ