এসজিএমএইচ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত
Published: 1st, March 2025 GMT
দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপের কর্মীদের নিয়ে এসজিএমএইচ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, ২০২৫ এর ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পূর্বাচলে ফাইনাল ম্যাচে সামস স্টাইলিং ওয়্যারস লিমিটেডের টিম সামস ওয়ারিয়রসের মুখোমুখি হয় সিভিল ইঞ্জিনিয়ার্স ওভেন লিমিটেড ও সিভিল ইঞ্জিনিয়ার্স ওয়াশ লিমিটেডের দল টিসিই ডব্লিউ ডব্লিউ গ্ল্যাডিয়েটরস। সামস ওয়ারিয়রসকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় টিসিই ডব্লিউ ডব্লিউ গ্ল্যাডিয়েটরস।
আগে ব্যাট করতে নেমে সামস ওয়ারিয়রস নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৩৬ রান করে। জবাবে ৩ ওভার হাতে রেখে ইমরান হোসেনের ম্যাচসেরা ৭৮ রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় টিসিই ডব্লিউ ডব্লিউ গ্ল্যাডিয়েটরস। টুর্নামেন্ট সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আসিফ। টুর্নামেন্টে সবচেয়ে সুশৃঙ্খল দল হিসেবে ফেয়ার প্লে ট্রফি অর্জন করে রয়েল মাওনা টিম।
চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাসনাত মোশাররফ, পরিচালক হোসনে আরা বেগম, হাসিব মোশাররফ, ফাহিম মোশাররফ ও এইচ টি এম কাদের নেওয়াজ।
অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপের কর্মকর্তারা বলেন, গার্মেন্টস শিল্পের কর্মীরা তাদের মেধা ও শ্রমে দেশের অর্থনীতিকে প্রতিনিয়ত মজবুত করছে। স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপ সব সময় কর্মীদের উৎসাহ দিয়ে থাকে। কর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়ানোর জন্য নিয়মিতই খেলাধুলা, পিকনিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরনের আয়োজন চলছে।
এসজিএমএইচ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর এবারের আসরে স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপে কর্মরত বিভিন্ন কারখানার কর্মীদের ১০টি দল অংশ নেয়।
ঢাকা/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কর ম দ র ম শ ররফ র কর ম অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।
আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।
ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।
আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫