সুনীল গাভাস্কার বলছেন, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পেয়ে ভারতের ভালোই হয়েছে। কারণ, শীর্ষ তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক আর জশ হ্যাজলউডহীন অস্ট্রেলিয়ার বোলিং-ধার অনেকটাই কমে গেছে। চোট আর অবসরের কারণে নেই তিন অলরাউন্ডার মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টয়নিসও। আগামীকাল চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতীয় দলও হয়তো খর্বশক্তির অস্ট্রেলিয়াকেই চেয়েছিল।

আরও পড়ুনঢাকায় ইতালিয়ান নাগরিক খুন, অস্ট্রেলিয়ার হয়ে আর খেলাই হল না ফেকেটের১২ ঘণ্টা আগে

কিন্তু ভারতকে যিনি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি ভুগিয়েছেন, সেই মানুষটি কিন্তু ঠিকই আছেন—ট্রাভিস হেড! গত দুই বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ মানেই যেন মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজাদের ‘হেডেক’ (মাথাব্যথা) এই হেড। মারকুটে এই ওপেনার ভারতীয় সমর্থকদের কাছেও হয়ে উঠেছেন মূর্তিমান আতঙ্ক। বিশেষ করে আইসিসির কোনো প্রতিযোগিতায় রোহিতের দলের বিপক্ষে ম্যাচ মানেই তাঁর ব্যাটে চওড়া হাসি।

২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৬৩ রান করেন হেড.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ