ভারতের বিপক্ষে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার রান যদি ২৮০’র বেশি হতো তাহলে ম্যাচের ফল ভিন্ন হলেও হতে পারত। ম্যাচ শেষে অজি অধিনায়ক স্টিভেন স্মিথও একই কথা বলেছেন। তবে অনভিজ্ঞ বোলিং ইউনিটের কথাও বলেছেন তিনি।
‘‘আমাদের বোলাররা ভালো করেছে। স্পিনাররা তাদের চেপে ধরেছিল এবং ম্যাচটি শেষ পর্যন্ত নিয়ে গেছে। আসলে উইকেটটা কিছুটা ট্রিকি ছিল। সেখানে আমরা ভালো করেছি। পুরো ম্যাচ জুড়ে উইকেট একইরকম ছিল। স্পিনারদের জন্য কিছুটা স্লো ও স্কিড করছিল। তবে ব্যাটিং কন্ডিশনটা সহজ ছিল না। আমার মনে হয় আমরা যদি আর কিছু রান করতে পারতাম। যদি আমাদের ২৮০’র বেশি রান হতো, তাহলে ম্যাচটা ভিন্ন হতে পারব।’’
তিনি একসঙ্গে একাধিক উইকেটের পতন ও অনভিজ্ঞ বোলিং ইউনিটের কথাও বলেন। তবে এই দলটি ভবিষ্যতে ভালো করবে বলেই তার বিশ্বাস, ‘‘আসলে ম্যাচের বেশ কয়েকটি পর্যায়ে এক উইকেট হারানোর পর পর আরও একটি উইকেট হারিয়েছি আমরা। আমাদের বোলিং ইউনিট বলতে গেলে অনভিজ্ঞ ছিল। কিছু ব্যাটসম্যান হাল ধরেছিল। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে তারা দারুণভাবে প্রভাব বিস্তার করে ব্যাটিং করেছিল। আশা করি ভবিষ্যতে তারা আরও বড় বড় ম্যাচ জিতবে এবং আরও অনেক ভালো করবে।’’
আরো পড়ুন:
ভারতকে ফাইনালে তুলে রোহিতের অনন্য রেকর্ড
মানহীন লিগে ‘অনাপত্তি’ দেবে না বিসিবি
ভারত আগামী রোববার (০৯ মার্চ, ২০২৫) নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে ফাইনাল খেলবে একই ভেন্যুতে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তিন দিনের পর্যটন মেলায় ৪০ কোটি টাকার ব্যবসা
তিন দিনের পর্যটন মেলায় এবার প্রায় ৪০ কোটি টাকার ব্যবসা হয়েছে। মেলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রায় তিন কোটি টাকার টিকিট বিক্রি করেছে। সব মিলিয়ে ১৩তম বারের মতো তিন দিনের এই মেলায় প্রায় ৪০ হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। গত শনিবার তিন দিনের এই মেলার শেষ দিন ছিল।
বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) নামে ১৩তম বারের মতো আয়োজিত এই মেলা গত বৃহস্পতিবার উদ্বোধন হয়েছিল। রাজধানীর শেরেবাংলা নগরের চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলার আয়োজক ছিল ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। আজ এক বিজ্ঞপ্তিতে মেলার ব্যবসাসংক্রান্ত এসব তথ্য জানিয়েছে টোয়াব।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেলার শেষ দিনে অংশগ্রহণকারী সংস্থাগুলোকে স্মারক ও সনদ প্রদান করা হয়। মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুজহাত ইয়াসমিন। আরও উপস্থিত ছিলেন টোয়াবের সভাপতি মো. রাফেউজ্জামান, পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. তাসলিম আমিন প্রমুখ।
* মেলায় প্রায় তিন কোটি টাকার টিকিট বিক্রি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। * দেশের পর্যটন খাতে অবদানের জন্য পুরস্কৃত করা হয় তিন সাংবাদিকসহ ১৩ জনকে।প্রধান অতিথির বক্তব্যে নুজহাত ইয়াসমিন বলেন, ‘পৃথিবীর অনেক দেশে পর্যটনশিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। বাংলাদেশেও পর্যটনশিল্প রয়েছে। তবে আমরা এখনো সেই কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারিনি। এর মানে এই নয় যে আমাদের সম্ভাবনা নেই। বরং আমরা এখনো তা যথাযথভাবে কাজে লাগাতে পারিনি।’
বিজ্ঞপ্তিতে টোয়াব আরও জানায়, এবারের মেলায় এয়ারলাইন, হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, হাসপাতাল, ক্রুজ লাইনসহ বিভিন্ন ভ্রমণ ও পর্যটনসংশ্লিষ্ট ৮০টি প্রতিষ্ঠান অংশ নেয়। সব মিলিয়ে মোট ১৫০টি স্টল ছিল এবারে মেলায়। মেলায় হোটেল ও রিসোর্ট প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড়ে রুম এবং ভ্রমণ প্যাকেজ বিক্রি করেছে। ছয়টি হোটেল ও রিসোর্ট মেলায় তাদের শেয়ার বিক্রি করেছে, যা বিদেশি বিনিয়োগ আকর্ষণের ইতিবাচক ইঙ্গিত।
বিজ্ঞপ্তিতে টোয়াব জানায়, মেলার প্রথম দিনে বাংলাদেশ ও নেপালের ট্রাভেল ট্রেড শিল্পের সংযোগ স্থাপন শীর্ষক বিটুবি নেটওয়ার্কিং আয়োজিত হয়। এ ছাড়া ফিলিপাইন, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান ও শ্রীলঙ্কা—এসব দেশের মধ্যে বিটুবি সেমিনার আয়োজন করা হয়। মেলায় দেশের পর্যটন খাতে অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন তিন সাংবাদিকসহ ১৩ জন।