চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে কাল শুবমান গিল ফেরার পর বিরাট কোহলি যখন ব্যাটিংয়ে নামলেন ৫ ওভারে ভারতের স্কোর তখন ৩০/১। সেই কোহলি ফিরলেন ৪৩তম ওভারে দলকে ২২৫ রানে রেখে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ৮৪ রান করে। ওয়ানডে ক্যারিয়ারের ৫২তম সেঞ্চুরিটা হাতছাড়া করলেও বড় এক রেকর্ড গড়েই ফিরেছেন কোহলি।

রেকর্ডটা আইসিসির ওয়ানডে ইভেন্টে সবচেয়ে বেশি ৫০ ছাড়ানো ইনিংস খেলার। যাঁর ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড কেড়েছেন, সেই শচীন টেন্ডুলকারের আরেকটি রেকর্ড কাড়লেন কোহলি। গতকালের ইনিংসটি ছিল বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি মিলিয়ে কোহলির ২৪তম ৫০ বা এর বেশি রানের ইনিংস। টেন্ডুলকারে ৫০ ছাড়ানো ইনিংস ২৩টি।

কোহলি ও টেন্ডুলকার যখন সতীর্থ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র কর ড

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ