সুনামগঞ্জে আরও দুটি জলমহালে মাছ লুটের ঘটনা ঘটেছে। হাজার হাজার মানুষ জড়ো হয়ে এসব জলমহালে মাছ ধরতে নেমে পড়েন। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মানুষকে বোঝালেও তাতে কোনো কাজ হয়নি। এর আগে গত পাঁচ দিনে জেলার দিরাই ও শাল্লা উপজেলায় আরও ছয়টি জলমহালে মাছ লুটের ঘটনা ঘটে।

গতকাল মঙ্গলবার দিরাই উপজেলার বেতইর জলমহালের কুচুয়া ও সেখামপুর বিলে মাছ লুটের ঘটনা ঘটতে পারে, এমন খবর আগেই পেয়েছিল উপজেলা প্রশাসন। সে অনুযায়ী ভোর পাঁচটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকার সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যসহ সেখানে উপস্থিত হন। তাঁরা গিয়ে দেখেন,বিলে মাছ ধরতে  মানুষজন জড়ো হচ্ছেন। এ সময় তাঁদের বোঝানোর চেষ্টা করেন তাঁরা। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সংখ্যা বাড়তে থাকে। ঘণ্টা দুয়েক মানুষকে সামলে রাখতে পারলেও পরে আর সম্ভব হয়নি। জলমহালটির আয়তন বড় হওয়ায় যেদিকে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন, সেদিকে না নেমে অন্যদিকে বিলে নেমে পড়েন লোকজন। এ খবর জেনে সব দিক থেকেই মানুষ মাছ ধরতে শুরু করেন।

পরে একই জলমহালের আরেক অংশে গিয়ে লোকজনকে বিলের মাছ ধরা থেকে নিবৃত্ত করার চেষ্টা করেন তাঁরা; কিন্তু উপজেলার সুজাননগর এলাকার ওই স্থানে গিয়ে দেখা যায়, সেখানে পাঁচ থেকে ছয় হাজার লোক আগে থেকেই জড়ো হয়ে আছেন। একপর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ঢিল ছোড়েন মাছ ধরতে আসা লোকজন। পরে বাধ্য হয়ে সেখান থেকে সরে আসেন প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দিনভর অনেকটা উৎসবের আমেজে এসব জলমহালে হাজার হাজার মানুষ পলো, জালসহ নানা উপকরণ নিয়ে মাছ ধরেন।

দিরাইয়ের ইউএনও সনজিব সরকার বলেন, ‘আমরা মানুষজনকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখি; কিন্তু একসময় কয়েক হাজার লোক সেখানে জড়ো হন। আমরা যেদিকে ছিলাম, সেদিকে না নেমে অন্যদিকে আরও লোকজন বিলে নেমে পড়েন। বিলের ইজারাদারের লোকজন বলছে, এর পেছনে কারও কারও উসকানি আছে। পুলিশ বিষয়টি দেখছে।’

এ ছাড়া মঙ্গলবার জামালগঞ্জ উপজেলায় আয়লা-ছাদাইয়া জলমহালেও কয়েক হাজার মানুষ নেমে মাছ লুট করে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই জলমহালের ইজারাদার স্থানীয় নবীনগর উত্তর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রীতুষ বর্মণ। তিনি জলমহালের মাছ লুটের বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

প্রীতুষ বর্মণ জানান, এই জলমহাল জেলার দিরাই ও জামালগঞ্জ উপজেলার মাঝামাঝি অবস্থিত। মঙ্গলবার ভোররাতে পাশের দুই উপজেলার ১০ থেকে ১২ গ্রামের কয়েক হাজার মানুষ বিলের পাড়ে জড়ো হন। এতে ভয়ে বিলের পাহারার দায়িত্বে থাকা লোকজন পালিয়ে যান। পরে জড়ো হওয়া মানুষ বিলে নেমে মাছ লুট করে নিয়ে যান।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, তাঁরা সব ঘটনাই খতিয়ে দেখছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল র ম ছ ধরত র সদস ল কজন

এছাড়াও পড়ুন:

‎পূজাকে  ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি

‎নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আইনসৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সকল ধর্মমত, সকল  সম্প্রদায় তারা একত্রিত হয়েছে।

সকলেই সার্বিক সহয়তা করছে যাতে করে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসব সুন্দর ভাবে পজলন করতে পারে। পূজাকে ঘিরে  একটি গোষ্ঠি চাইবে পূজা উৎসব নষ্ট করে দেয়ার জন্য। 

সে জন্য আমাদের তৎপরতা রয়েছে। আমাদের  গোয়েন্দা সংস্থা কাজ করছে। তার পাশাপাশি র‍্যাব, বিজিবি,  সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশবাহিহনী সবাই কাজ করছে যাতে করে সুন্দর ভাবে পূজা উৎসব শেষ করতে পারি।

‎‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)  শীতলক্ষ্যা নদীর তীরে ৫নং ঘাটে দূর্গা পূজার প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

‎দূর্গা পূজা বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের সময় যেকোনো অপ্রীতিকর দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সুন্দর ভাবে প্রতিমা বিসর্জনের স্থান নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

‎‎জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের ২২৩টি পূজা মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সম্প্রীতি বজায় রেখে বর্তমানে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে।

‎‎এসময় তিনি প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সহযোগিতার নির্দেশনা দেন।

‎‎তিনি বলেন, সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব।

‎‎এসময় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ‎পূজাকে  ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি
  • নুরুল হকের ওপর হামলার ঘটনায় জি এম কাদেরের বিরুদ্ধে মামলার আবেদন
  • ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর দুই হাজার সদস্য
  • ফরিদপুরে অবরোধ শনিবার পর্যন্ত স্থগিত
  • আসন্ন নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের