আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন করতে বিশেষ একটি ডুডল প্রকাশ করেছে গুগল। ডুডলে দেখা যায়, বেশ কিছু ভাসমান বস্তু বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রকে প্রতিনিধিত্ব করছে। একটি কমলা রঙের পারমাণবিক কাঠামো দেখা যায়, যা পদার্থবিজ্ঞান ও পরমাণুর প্রতীক। একটি বেগুনি ডিএনএ কাঠামো দেখা যায়, সঙ্গে আছে একটি গোলাপি ফ্লাস্ক। এটি জেনেটিকস, জীববিজ্ঞান ও রসায়নবিজ্ঞানের চিত্র তুলে ধরছে। ডুডলে একটি হলুদ ডাইনোসরের খুলি দেখা যায়, যা নারী জীবাশ্মবিদ ও প্রত্নতত্ত্ব নিয়ে কাজকে প্রকাশ করে। সর্বশেষ গুগল লেখার ওপরে নীল রঙের একজন মহাকাশচারীর ছবি দেখা যায়, যা মহাকাশ অনুসন্ধান এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে কাজকে তুলে ধরছে। ভালো করে খেয়াল করলে দেখা যায়, ডুডলটির একটি হালকা বেগুনি পটভূমি রয়েছে। গুগলের লোগোর সামনে সব আইকন দেখা যাচ্ছে। আইকনগুলোয় কমলা, বেগুনি, হলুদ ও নীল রঙের প্যাস্টেল শেড দেখা যায়।

বিশ্বজুড়ে নারীদের অবদান কতটা গুরুত্বপূর্ণ, তা তুলে ধরার জন্য ১৯৭৫ সালে জাতিসংঘ প্রথম এই দিনটির স্বীকৃতি দেয়। গুগল তার ডুডলের ওয়েবসাইটে জানিয়েছে, ‘আমাদের ডুডলের মাধ্যমে আমরা বিজ্ঞান-প্রযুক্তি-প্রকৌশল-গণিতের (স্টেম) ক্ষেত্রে দূরদর্শী নারীদের সম্মান করার চেষ্টা করেছি।’

ডুডল আর্টওয়ার্কের মাধ্যমে নানা ক্ষেত্রে আলোচিত নারীদের যুগান্তকারী অবদানকে তুলে ধরা হয়েছে। মহাকাশ অনুসন্ধানে নারীরা বিপ্লব ঘটিয়েছেন। প্রাচীন অনেক আবিষ্কার উন্মোচন করেছে নারীরা। এ ছাড়া বিজ্ঞান গবেষণায় নারীরা পথপ্রদর্শক। নারীদের কাজ পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানে মৌলিক ধারণা তৈরি করেছে। তাদের অর্জনের কথা বিজ্ঞান–দুনিয়াতে কিছু অংশ আলোচনা করা হয়। নারীদের এমন সব কাজ লিঙ্গ সমতার অগ্রগতির চিত্র প্রকাশ করছে। অনেক কিছুর পরেও বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উল্লেখযোগ্য বৈষম্য এখনো রয়ে গেছে। বর্তমানে বিশ্বজুড়ে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে কর্মশক্তির মাত্র ২৯ শতাংশ নারী। যদিও প্রতিবছর এই সংখ্যা বাড়ছে। গুগল আরও জানিয়েছে, আন্তর্জাতিক নারী দিবস সবাইকে নারীর অর্জন সম্পর্কে মনে করিয়ে দিচ্ছে। নারীদের অর্জন ইতিহাসজুড়ে আমাদের বিশ্বকে নতুন এক রূপ দিয়েছে। তাদের সম্মিলিত প্রচেষ্টার কারণেই আমরা আধুনিক বিশ্বের অনেক বিস্ময় দেখতে পাচ্ছি। শুভ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫!

ডুডলে গুগল শব্দটি একটি গাঢ় ছায়ার পটভূমিতে রয়েছে। যে কারণে বিজ্ঞান-সম্পর্কিত বিভিন্ন আইকন সূক্ষ্মভাবে দৃশ্যমান। আর আইকন এমনভাবে স্থাপন করা হয় যা গুগলের লোগোর বর্ণের সমান আকৃতির মতো দেখতে। আলাদাভাবে ডুডল দেখার ঠিকানা:

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭টি প্রতিষ্ঠান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে ৩৭টি প্রতিষ্ঠান। বাণিজ্য মন্ত্রণালয় এসব প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে। এসব প্রতিষ্ঠানের একেকটি ২০ থেকে ৫০ টন পর্যন্ত ইলিশ রপ্তানি করতে পারবে। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়।

দুর্গাপূজা উপলক্ষে চলতি বছর ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ মাছ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত ৮ সেপ্টেম্বর মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ জারি করে। গত বছর দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। পরে সেটি কমিয়ে ২ হাজার ৪২০ টন করা হয়। সেই তুলনায় এবার অর্ধেক ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

চলতি বছর অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোকে ৫ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি করতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়। অনুমোদনপত্রে বলা হয়েছে, শুল্ক কর্তৃপক্ষ রপ্তানি পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে। অনুমোদিত পরিমাণের বেশি রপ্তানি করা যাবে না। অনুমতিপত্র হস্তান্তরযোগ্য নয়। সরকার প্রয়োজনে যেকোনো সময় এই রপ্তানির অনুমতি বাতিল করতে পারবে।

ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো খুলনার আরিফ সি ফুডস, বিশ্বাস এন্টারপ্রাইজ, লোকজ ফ্যাশান ও মাশফি অ্যান্ড ব্রাদার্স, চট্টগ্রামের জেএস এন্টারপ্রাইস ও আনরাজ ফিশ প্রোডাক্টস, যশোরের লাকী এন্টারপ্রাইজ, এমইউ সি ফুডস, লাকী ট্রেডিং, রহমান ইমপেক্স ফিস এক্সপোর্ট, মোহাতাব অ্যান্ড সন্স, জনতা ফিস, বিশ্বাস ট্রেডার্স ও কেবি এন্টারপ্রাইজ, ঢাকার ভিজিল্যান্ড এক্সপ্রেস, স্বর্ণালী এন্টারপ্রাইজ, মাজেস্টিক এন্টারপ্রাইজ ও বিডিএস করপোরেশন, বরিশালের মাহিমা এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ, এ আর এন্টারপ্রাইজ ও তানিসা এন্টারপ্রাইজ, পাবনার নোমান এন্টারপ্রাইজ, রুপালী ট্রেডিং করপোরেশন, সেভেন স্টার ফিস প্রসেসিং কোং, ন্যাশনাল অ্যাগ্রো ফিশারিজ, আরফি ট্রেডিং করপোরেশন, জারিফ ট্রেডিং করপোরেশন, জারিন এন্টারপ্রাইজ, ফারিয়া ইন্টারন্যাশনাল ও সততা ফিস, ভোলার রাফিদ এন্টারপ্রাইজ, সাতক্ষীরার মা এন্টারপ্রাইজ ও সুমন ট্রেডার্স।

সম্পর্কিত নিবন্ধ

  • ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
  • রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
  • দুর্গাপূজায় নিরাপত্তায় সতর্ক অবস্থায় থাকবে পুলিশ: আইজিপি
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিঙ্গাইরের ৭৭ মণ্ডপে অনুদান বিতরণ
  • শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বন্দরে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত 
  • মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন, মেসির উপহার
  • বেনাপোল দিয়ে ইলিশের প্রথম চালান গেল ভারতে
  • সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭টি প্রতিষ্ঠান
  • সিডনিতে সুরের মূর্ছনায় মাতালেন নকীব-তাহসান