নারী দিবস উপলক্ষে গুগলের বিশেষ ডুডল
Published: 8th, March 2025 GMT
আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করতে বিশেষ একটি ডুডল প্রকাশ করেছে গুগল। ডুডলে দেখা যায়, বেশ কিছু ভাসমান বস্তু বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রকে প্রতিনিধিত্ব করছে। একটি কমলা রঙের পারমাণবিক কাঠামো দেখা যায়, যা পদার্থবিজ্ঞান ও পরমাণুর প্রতীক। একটি বেগুনি ডিএনএ কাঠামো দেখা যায়, সঙ্গে আছে একটি গোলাপি ফ্লাস্ক। এটি জেনেটিকস, জীববিজ্ঞান ও রসায়নবিজ্ঞানের চিত্র তুলে ধরছে। ডুডলে একটি হলুদ ডাইনোসরের খুলি দেখা যায়, যা নারী জীবাশ্মবিদ ও প্রত্নতত্ত্ব নিয়ে কাজকে প্রকাশ করে। সর্বশেষ গুগল লেখার ওপরে নীল রঙের একজন মহাকাশচারীর ছবি দেখা যায়, যা মহাকাশ অনুসন্ধান এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে কাজকে তুলে ধরছে। ভালো করে খেয়াল করলে দেখা যায়, ডুডলটির একটি হালকা বেগুনি পটভূমি রয়েছে। গুগলের লোগোর সামনে সব আইকন দেখা যাচ্ছে। আইকনগুলোয় কমলা, বেগুনি, হলুদ ও নীল রঙের প্যাস্টেল শেড দেখা যায়।
বিশ্বজুড়ে নারীদের অবদান কতটা গুরুত্বপূর্ণ, তা তুলে ধরার জন্য ১৯৭৫ সালে জাতিসংঘ প্রথম এই দিনটির স্বীকৃতি দেয়। গুগল তার ডুডলের ওয়েবসাইটে জানিয়েছে, ‘আমাদের ডুডলের মাধ্যমে আমরা বিজ্ঞান-প্রযুক্তি-প্রকৌশল-গণিতের (স্টেম) ক্ষেত্রে দূরদর্শী নারীদের সম্মান করার চেষ্টা করেছি।’
ডুডল আর্টওয়ার্কের মাধ্যমে নানা ক্ষেত্রে আলোচিত নারীদের যুগান্তকারী অবদানকে তুলে ধরা হয়েছে। মহাকাশ অনুসন্ধানে নারীরা বিপ্লব ঘটিয়েছেন। প্রাচীন অনেক আবিষ্কার উন্মোচন করেছে নারীরা। এ ছাড়া বিজ্ঞান গবেষণায় নারীরা পথপ্রদর্শক। নারীদের কাজ পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানে মৌলিক ধারণা তৈরি করেছে। তাদের অর্জনের কথা বিজ্ঞান–দুনিয়াতে কিছু অংশ আলোচনা করা হয়। নারীদের এমন সব কাজ লিঙ্গ সমতার অগ্রগতির চিত্র প্রকাশ করছে। অনেক কিছুর পরেও বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উল্লেখযোগ্য বৈষম্য এখনো রয়ে গেছে। বর্তমানে বিশ্বজুড়ে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে কর্মশক্তির মাত্র ২৯ শতাংশ নারী। যদিও প্রতিবছর এই সংখ্যা বাড়ছে। গুগল আরও জানিয়েছে, আন্তর্জাতিক নারী দিবস সবাইকে নারীর অর্জন সম্পর্কে মনে করিয়ে দিচ্ছে। নারীদের অর্জন ইতিহাসজুড়ে আমাদের বিশ্বকে নতুন এক রূপ দিয়েছে। তাদের সম্মিলিত প্রচেষ্টার কারণেই আমরা আধুনিক বিশ্বের অনেক বিস্ময় দেখতে পাচ্ছি। শুভ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫!
ডুডলে গুগল শব্দটি একটি গাঢ় ছায়ার পটভূমিতে রয়েছে। যে কারণে বিজ্ঞান-সম্পর্কিত বিভিন্ন আইকন সূক্ষ্মভাবে দৃশ্যমান। আর আইকন এমনভাবে স্থাপন করা হয় যা গুগলের লোগোর বর্ণের সমান আকৃতির মতো দেখতে। আলাদাভাবে ডুডল দেখার ঠিকানা:
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন রাইজিংবিডির রুমন চক্রবর্তী
কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেস্ট রিপোটিং অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাতে স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়।
এতে বেস্ট রিপোটিং অ্যাওয়ার্ড ২০২৫ উপলক্ষ্যে চারটি ক্যাটাগরিতে চারজন সাংবাদিককে সেরা প্রতিবেদকের সম্মাননা প্রদান করা হয়। জুরি বোর্ডের চারজন বিচারকের সংবাদ বিশ্লেষণের ভিত্তিতে “কিশোরগঞ্জে পানি উঠছে না নলকূপে, খাবার পানির তীব্র সংকট” অনুসন্ধানমূলক সংবাদের জন্য ইলেকট্রনিক মিডিয়া থেকে রাইজিংবিডি ও একুশে টেলিভেশনের জেলা প্রতিনিধি রুমন চক্রবর্তীকে বেস্ট রিপোটিং অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।
এছাড়াও মাল্টিমিডিয়া থেকে ডিবিসি জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, প্রিন্ট মিডিয়া থেকে আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহমেদ পাপন ও অনলাইন মিডিয়া থেকে খবরের কাগজের জেলা প্রতিনিধি তাসলিমা আক্তার মিতুকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ক্লাবের সভাপতি ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নয়াদিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি মো. আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সকল আগত অতিথিরা সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এরপর শুরু হয় বেস্ট রিপোটিং অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননা প্রদান।
শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা বলেন, জেলা পর্যায়ে এমন আয়োজন সাংবাদিকদের কাজের প্রতি দায়িত্ব ও স্বচ্ছতা বাড়িয়ে দেবে। তাই এমন আয়োজন বছরে অনন্ত একবার হলেও প্রয়োজন। সাংবাদিকরা হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, তাদের সম্মাননা করা মানে সমাজের প্রতি আরো বেশি দায়িত্ব নিয়ে কাজে আগ্রহ করা।
ঢাকা/রুমন/এস