পাকিস্তানের বিপক্ষে না খেলে, আইপিএল খেলবেন স্যান্টনার-রাচিনরা
Published: 11th, March 2025 GMT
আগামী রবিবার (১৬ মার্চ, ২০২৫) থেকে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউ জিল্যান্ড। তবে এই সিরিজটা মাইকেল ব্রেসওয়েল নেতৃত্ব দিবেন কিউই দলকে।আগামী ২২ মার্চ থেকে শুরু হতে যাছহে আইপিএলের ১৮তম আসর। এদিকে কিউই দলের গুরুত্বপূর্ণ অনেক ক্রিকেটারই আইপিএলের নিয়মিত মুখ। তাই জাতীয় দলকে বাদ দিয়ে এই ফ্র্যাঞ্জাইজি এই লিগকেই বেছে নিয়েছেন মিচেল স্যান্টনার, রাচিন রাবীন্দ্ররা।
আসন্ন আইপিএলের বিভিন্ন দলে খেলবেন স্যান্টনার, রাচিন, লকি ফার্গুসন, ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপস। একমাত্র কনওয়ে ছাড়া অন্য সবাই আছেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে। তবে ক্রিকেটারদের তীব্র ইচ্ছের ফলে জাতীয় দলের সিরিজ না রেখে তাদেরকে আইপিএল খেলার অনুমতি দিয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট।
আরো পড়ুন:
কিউইরা বহুজাতিক শিরোপা জিতল ২০ বছর পর
আফগানিস্তান-নিউ জিল্যান্ডকে এ কেমন ভেন্যু দিলো ভারত?
ব্ল্যাক ক্যাপসরা সম্প্রতি শেষ হওয়া ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে রোমাঞ্চকর এক ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে। আট দল নিয়ে হওয়া এই টুর্নামেন্টে ব্রেসওয়েল ছিল কিউইদের অন্যতম সেরা পারফর্মার। তিনি সহ চ্যাম্পিয়নস ট্রফি স্কোয়াডের সাতজন খেলোয়াড়কে পাকিস্তানের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজে ডাকা হয়েছে। মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জামিসন, ড্যারিল মিচেল, এবং উইলিয়াম ও’রোর্ক এই তালিকায় আছে। যারা চ্যাম্পিয়নস ট্রফি দলের অংশ ছিলেন।
ইশ সোধি দলে ফিরেছেন। সম্প্রতি এই লেগ স্পিনার শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে অনুষ্ঠিত সিরিজে অনুপস্থিত ছিলেন না। অন্যদিকে হ্যামস্ট্রিং চোটের কারণে পেসার বেন সিয়ার্সও চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে পড়েছিলেন। তিনিও সেরে উঠেছেন।
চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা অন্য দুই পেসার জেমিসন এবং ও’রোর্ককে কেবল প্রথম তিনটি ম্যাচের জন্য স্কোয়াডে রাখা হয়েছে। কারণ নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) পেসারদের ওয়ার্ক লোড ম্যানেজম্যান্ট সঠিকভাবে করতে চায়। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনালে চোটে পড়া হেনরি কেবল চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের জন্য দলের অংশ।
উইলিয়ামসন এই সিরিজে খেলতে চান না। তাই তাকে বিবেচনায় নেওয়া হয়নি। অন্যদিকে প্রতিশ্রুতিশীল বিধবংসী তরুণ ব্যাটসম্যান বেভন জেকবসও আইপিএলে খেলবেন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডের অংশ থালেও তাই তাকে পাকিস্তান সিরিজের জন্য বিবেচনা করা হচ্ছে না।
পাকিস্তানের বিপক্ষে নিউ জিল্যান্ডের স্কোয়াড:
মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জাক ফোলকস, মিচ হে, ম্যাট হেনরি (চতুর্থ এবং পঞ্চম ম্যাচের জন্য শুধুমাত্র), কাইল জামিসন (প্রথম তিনটি ম্যাচের জন্য শুধুমাত্র), উইলিয়াম ও’রোর্ক (প্রথম তিনটি ম্যাচের জন্য শুধুমাত্র), টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সিফার্ট, ইশ সোধি।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম য চ র জন য
এছাড়াও পড়ুন:
মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে সরকারের ৪০ কোটি টাকার মতো লস হবে। ঢাকার মানুষের যাতায়াতে যুগান্তকারী ভূমিকা পালন করছে মেট্রোরেল। এটার জন্য ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।”
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি জানান।
আরো পড়ুন:
মেট্রোরেলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি বাতিল
মেট্রোরেলে ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাড দ্রুত বদল করা হবে: এমডি
প্রেস সচিব বলেন, “রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের সম্ভবত ১৮-১৯ তারিখ বা আরো আগে। ফেব্রুয়ারি মাসে আমাদের মুসলমান ভাই-বোনরা অনেকেই খেজুর দিয়ে তাদের ইফতারি করেন। খেজুরের ওপর ট্যাক্স ছিল প্রায় ৫২ শতাংশ। সেটা কমানো হয়েছে। এটা এখন ৪০ শতাংশের মতো হবে। খেজুরের ওপর কাস্টমস ডিপি ছিল ২৫ শতাংশ, সেটাও কমানো হয়েছে। সেটা এখন ১৫ শতাংশ করা হয়েছে। এই দুইটা ছিল ট্যাক্সের ইস্যু।”
তিনি বলেন, “বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৫ এ খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। এমেন্ডমেন্ট অর্ডিন্স ২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আইনগত সহায়তা প্রদান-এটার দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ ২০২৫ এর খসড়া করা হয়েছে। বাণিজ্যিক আদালতের যে ‘ল’— এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এটা আমাদের এনসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে খুবই প্রয়োজন হবে।”
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ