পাকিস্তানের বিপক্ষে না খেলে, আইপিএল খেলবেন স্যান্টনার-রাচিনরা
Published: 11th, March 2025 GMT
আগামী রবিবার (১৬ মার্চ, ২০২৫) থেকে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউ জিল্যান্ড। তবে এই সিরিজটা মাইকেল ব্রেসওয়েল নেতৃত্ব দিবেন কিউই দলকে।আগামী ২২ মার্চ থেকে শুরু হতে যাছহে আইপিএলের ১৮তম আসর। এদিকে কিউই দলের গুরুত্বপূর্ণ অনেক ক্রিকেটারই আইপিএলের নিয়মিত মুখ। তাই জাতীয় দলকে বাদ দিয়ে এই ফ্র্যাঞ্জাইজি এই লিগকেই বেছে নিয়েছেন মিচেল স্যান্টনার, রাচিন রাবীন্দ্ররা।
আসন্ন আইপিএলের বিভিন্ন দলে খেলবেন স্যান্টনার, রাচিন, লকি ফার্গুসন, ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপস। একমাত্র কনওয়ে ছাড়া অন্য সবাই আছেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে। তবে ক্রিকেটারদের তীব্র ইচ্ছের ফলে জাতীয় দলের সিরিজ না রেখে তাদেরকে আইপিএল খেলার অনুমতি দিয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট।
আরো পড়ুন:
কিউইরা বহুজাতিক শিরোপা জিতল ২০ বছর পর
আফগানিস্তান-নিউ জিল্যান্ডকে এ কেমন ভেন্যু দিলো ভারত?
ব্ল্যাক ক্যাপসরা সম্প্রতি শেষ হওয়া ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে রোমাঞ্চকর এক ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে। আট দল নিয়ে হওয়া এই টুর্নামেন্টে ব্রেসওয়েল ছিল কিউইদের অন্যতম সেরা পারফর্মার। তিনি সহ চ্যাম্পিয়নস ট্রফি স্কোয়াডের সাতজন খেলোয়াড়কে পাকিস্তানের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজে ডাকা হয়েছে। মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জামিসন, ড্যারিল মিচেল, এবং উইলিয়াম ও’রোর্ক এই তালিকায় আছে। যারা চ্যাম্পিয়নস ট্রফি দলের অংশ ছিলেন।
ইশ সোধি দলে ফিরেছেন। সম্প্রতি এই লেগ স্পিনার শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে অনুষ্ঠিত সিরিজে অনুপস্থিত ছিলেন না। অন্যদিকে হ্যামস্ট্রিং চোটের কারণে পেসার বেন সিয়ার্সও চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে পড়েছিলেন। তিনিও সেরে উঠেছেন।
চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা অন্য দুই পেসার জেমিসন এবং ও’রোর্ককে কেবল প্রথম তিনটি ম্যাচের জন্য স্কোয়াডে রাখা হয়েছে। কারণ নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) পেসারদের ওয়ার্ক লোড ম্যানেজম্যান্ট সঠিকভাবে করতে চায়। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনালে চোটে পড়া হেনরি কেবল চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের জন্য দলের অংশ।
উইলিয়ামসন এই সিরিজে খেলতে চান না। তাই তাকে বিবেচনায় নেওয়া হয়নি। অন্যদিকে প্রতিশ্রুতিশীল বিধবংসী তরুণ ব্যাটসম্যান বেভন জেকবসও আইপিএলে খেলবেন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডের অংশ থালেও তাই তাকে পাকিস্তান সিরিজের জন্য বিবেচনা করা হচ্ছে না।
পাকিস্তানের বিপক্ষে নিউ জিল্যান্ডের স্কোয়াড:
মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জাক ফোলকস, মিচ হে, ম্যাট হেনরি (চতুর্থ এবং পঞ্চম ম্যাচের জন্য শুধুমাত্র), কাইল জামিসন (প্রথম তিনটি ম্যাচের জন্য শুধুমাত্র), উইলিয়াম ও’রোর্ক (প্রথম তিনটি ম্যাচের জন্য শুধুমাত্র), টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সিফার্ট, ইশ সোধি।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম য চ র জন য
এছাড়াও পড়ুন:
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ১৭১
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডে ছয় ক্যাটাগরির এ নিয়োগে মোট পদ ১৭১টি। এ নিয়োগে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা (বাংলাদেশের প্রকৃত নাগরিক) আবেদন করতে পারবেন। ৩০ অক্টোবর আবেদন শুরু হয়েছে।
পদের নাম ও সংখ্যা১. পরিসংখ্যানবিদ: ৫টি
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা।
২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৫টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৩. স্বাস্থ্য সহকারী: ১৩৪টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৩০ অক্টোবর ২০২৫৪. স্টোরকিপার: ৪টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৫. গাড়িচালক: ৩টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৬. অফিস সহায়ক: ১০টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। বিস্তারিত তথ্য মিলবে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫বয়সসীমা: ২৯/১০/২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ (আঠারো) বছর হতে হবে। একই সময়ে সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে আবেদনকারী প্রার্থীর। সরকারি বিধিবিধান অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়আবেদন শুরু: ৩০/১০/২০২৫ খ্রি. সকাল ১০ ঘটিকা
আবেদনের শেষ তারিখ: ১৯/১১/২০২৫ খ্রি. বিকেল ৫ ঘটিকা
ফি জমা দেওয়ার শেষ সময়: অনলাইন আবেদন জমাদানের ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে।
আরও পড়ুন৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নেই৩০ অক্টোবর ২০২৫আবেদন ফিক্রমিক নং ১ থেকে ৫ পর্যন্ত পদের জন্য: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)।
ক্রমিক নং ৬ পদের জন্য: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।
টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এই ফি জমা দিতে হবে।
পরীক্ষার তথ্য: প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইট ও প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে।
আরও পড়ুন‘দই মই’ অর্থনীতি–‘ক্লাউড সিডিং’–পিএস মাহসুদ ও বুরেভেসতনিক কী৩০ অক্টোবর ২০২৫