Risingbd:
2025-12-13@15:25:01 GMT

আহত হৃতিক রোশান

Published: 11th, March 2025 GMT

আহত হৃতিক রোশান

আহত হয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশান। ‘ওয়ার টু’ সিনেমার গানের রিহার্সেল করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন এই অভিনেতা। চিকিৎসকরা তাকে ৪ সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “ওয়ার টু’ সিনেমার একটি গানে একসঙ্গে পারফর্ম করবেন জুনিয়র এনটিআর ও হৃতিক রোশান। এ গানের রিহার্সেলের সময়ে পায়ে আঘাত পান হৃতিক।”

বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ তথ্য জানিয়ে সূত্রটি বলেন, “ব্যথা পাওয়ার পর অস্বস্তিবোধ করছিলেন হৃতিক রোশান। পরে চিকিৎসকরা পরীক্ষা করে ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেন। গানটির শুটিংয়ের আগে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।”

আরো পড়ুন:

ভুল বোঝাবুঝি থেকে হৃতিক-সুজানের বিচ্ছেদ: রাকেশ রোশান

‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার রজত জয়ন্তী: স্মৃতির ডায়েরি খুললেন হৃতিক

হৃতিক বিশ্রামে থাকায় সিনেমাটিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তা জানিয়ে সূত্রটি বলেন, “ওয়ার টু’ সিনেমার এই গানের দৃশ্যধারণের কাজ হবে আগামী মে মাসে। সিনেমাটির প্রধান অভিনেতারা তাদের অংশের শুটিং শেষ করেছেন। পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করেছেন নির্মাতারা। এটি খুবই ছোট ব্যাপার, এতে করে সিনেমাটির প্রচার কিংবা বিপণনে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না।”

২০১৯ সালে মুক্তি পায় ‘ওয়ার’ সিনেমা। এটি পরিচালনা করেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। এবার দ্বিতীয় পার্ট পরিচালনা করছেন অয়ন মুখার্জি। 

‘ওয়ার টু’ সিনেমায় হৃতিক রোশানের বিপরীতে অভিনয় করছেন কিয়ারা আদভানি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চ ক ৎসকর

এছাড়াও পড়ুন:

চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, গুজব ছড়াবেন না: জাহিদ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনো ডাক্তারদের চিকিৎসা নিতে পারছেন। তাই অতি আবেগের বশবর্তী হয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে হাসপাতালে সামনে সংবাদ ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি।

আরো পড়ুন:

যেকোনো মূল্যে ধানের শীষকে জেতাতে হবে: তারেক রহমান 

নির্বাচন ঘিরে সরগরম কেরাণীগঞ্জের রাজনীতি

ডা. জাহিদ বলেন, “আউসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বেগম জিয়া। সংকটাপন্ন মানুষের যে চিকিৎসা প্রয়োজন তার মধ্যেই রয়েছেন তিনি। দেশেই বেগম খালেদা চিকিৎসায় সর্বোত্তম সেবা নিশ্চিতে কাজ করছে মেডিকেল বোর্ড। এখনই তাকে বিদেশে নেওয়া হচ্ছে  না। কিন্তু যেকোনো প্রয়োজনে দেশের বাইরে নেওয়া হতে পারে।”

সাবেক এই প্রধানমন্ত্রী ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন জানিয়ে তিনি বলেন, “ম্যাডাম (বেগম জিয়া) একজন রোগী, তার সম্পর্কে সব কিছু প্রকাশ্যে বলা পারমিট করে না। যে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেটাতে তিনি সাড়া দিচ্ছেন।”

বেগম জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক বলেন, “চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মেডিকেল বোর্ডে বিভিন্ন দেশের চিকিৎসক থাকায় বোর্ডের সভা রাতে করতে হয়। চিকিৎসকরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। ডা. জুবাইদা রহমানও যুক্ত রয়েছেন।”

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “সামাজিক যোগযোগমাধ্যমে অনেক কথা বলা হচ্ছে। স্বাস্থ্য সম্পর্কে জানার আগ্রহ স্বাভাবিক, তবে অতি আবেগের বশবর্তী হয়ে কেউ গুজব ছড়াবেন না।”

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। গত বছরের ৫ আগস্টে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।

এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সবশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপাসনকে।

ঢাকা/আলী/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • মোটরসাইকেলে এসে হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা
  • চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, গুজব ছড়াবেন না: জাহিদ