Risingbd:
2025-09-18@14:15:02 GMT

আহত হৃতিক রোশান

Published: 11th, March 2025 GMT

আহত হৃতিক রোশান

আহত হয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশান। ‘ওয়ার টু’ সিনেমার গানের রিহার্সেল করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন এই অভিনেতা। চিকিৎসকরা তাকে ৪ সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “ওয়ার টু’ সিনেমার একটি গানে একসঙ্গে পারফর্ম করবেন জুনিয়র এনটিআর ও হৃতিক রোশান। এ গানের রিহার্সেলের সময়ে পায়ে আঘাত পান হৃতিক।”

বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ তথ্য জানিয়ে সূত্রটি বলেন, “ব্যথা পাওয়ার পর অস্বস্তিবোধ করছিলেন হৃতিক রোশান। পরে চিকিৎসকরা পরীক্ষা করে ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেন। গানটির শুটিংয়ের আগে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।”

আরো পড়ুন:

ভুল বোঝাবুঝি থেকে হৃতিক-সুজানের বিচ্ছেদ: রাকেশ রোশান

‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার রজত জয়ন্তী: স্মৃতির ডায়েরি খুললেন হৃতিক

হৃতিক বিশ্রামে থাকায় সিনেমাটিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তা জানিয়ে সূত্রটি বলেন, “ওয়ার টু’ সিনেমার এই গানের দৃশ্যধারণের কাজ হবে আগামী মে মাসে। সিনেমাটির প্রধান অভিনেতারা তাদের অংশের শুটিং শেষ করেছেন। পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করেছেন নির্মাতারা। এটি খুবই ছোট ব্যাপার, এতে করে সিনেমাটির প্রচার কিংবা বিপণনে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না।”

২০১৯ সালে মুক্তি পায় ‘ওয়ার’ সিনেমা। এটি পরিচালনা করেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। এবার দ্বিতীয় পার্ট পরিচালনা করছেন অয়ন মুখার্জি। 

‘ওয়ার টু’ সিনেমায় হৃতিক রোশানের বিপরীতে অভিনয় করছেন কিয়ারা আদভানি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চ ক ৎসকর

এছাড়াও পড়ুন:

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪  

বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ  বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)  দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২২ নং ওয়ার্ডের লের্জাস ১নং গল্লী এলাকার মৃত আজিম মিয়ার ছেলে বন্দর থানা ও নারায়ণগঞ্জ সদর থানার একাধিক জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুবেল (৩৪) একই থানার সোনাকান্দা মসজিদ এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনি (৩৫)|r

একই থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মুন্সী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত  আব্দুল কুদ্দুস (৫২) ও গকুলদাশেরবাগ এলাকার আনোয়ার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইব্রাহিম (৩০)। 
 

সম্পর্কিত নিবন্ধ